মুকেশ আম্বানির রাঁধুনির বেতন কত জানেন! জানলে লজ্জায় পড়বেন বিধায়করাও

এই দেশের তো বটেই, এই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। দু’হাতে টাকা উপার্জন করেন তিনি। তাই স্বাভাবিকভাবেই আম্বানি পরিবারের সবকিছু যে সেরাটাই থাকবে তা জানা কথা। রিল্যায়েন্স কর্তার বাড়ি ‘অ্যান্টিলিয়া’ (Antilia) যেমন এতটাই সুন্দর যে তার দিক থেকে চোখ ফেরানো দায়। আর সেখান কার কর্মচারীদের বেতন যে নজরকাড়া হবে সে কথা বলাই বাহুল্য। তাদের রান্নার শেফ (Chef) থেকে শুরু করে বাড়ির নিরাপত্তারক্ষী হয়ে সাফ সাফাইয়ের কর্মীর বেতন শুনলে স্বাভাবিক ভাবেই চমক লাগবে আপনার।

দক্ষিণ মুম্বইয়ের জনপ্রিয় অল্টমাউন্ড রোডে অবস্থিত মুকেশদের বাড়ি। পৃথিবীর অন্যতম দামি বাড়ি এটি। ৪ লক্ষ বর্গফুটের এই বাড়িটি উচ্চতায় ৫৭০ ফুট। ২৭ তলার এই বিলাসবহুল বাড়িতেই সপরিবারে থাকেন আম্বানিরা। শোনা যায়, আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামানুসারে নিজের বাড়ির নামকরণ করেছেন মুকেশ। রিল্যায়েন্স (Relience) কর্তার বাড়ির অন্দরসজ্জার কাছে যে কোনও পাঁচ তাঁরা হোটেলও হার মানবে। ব্যক্তিগত বিউটি পার্লার থেকে শুরু করে জিম হয়ে নিজস্ব প্রেক্ষাগৃহ- কী নেই ‘অ্যান্টিলিয়া’ (Antilia) তে।

তবে ২৭ তলার এই বাড়িতে অবশ্য শুধুমাত্র আম্বানি পরিবারই নয়, সেই সঙ্গেই থাকেন তাঁদের ৬০০ জন পরিচারকও। সম্পূর্ণ বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন তাঁরাই। মুকেশ-নীতার সাধের ‘অ্যান্টিলিয়া’কে সাজিয়ে গুছিয়ে রাখেন এই কর্মীরাই। তার জন্য তাদের দেওয়া হয় অবিশ্বাস্য বেতন। যা ওই পদে কর্মরতদের জন্য এক অবিশ্বাস্য উপার্জন।

মিডিয়া রিপোর্টের দাবি করা হয়েছে যে, আম্বানিরা তাদের রাঁধুনিকে (Chef) প্রতি মাসে ২ লাখ টাকা বেতন (Salary) দেন। যার নাম সৌনক ব্যানার্জী (Sounak Banerjee)। রিপোর্ট মোতাবেক, অ্যান্টিলিয়ার প্রতিটি কর্মচারী প্রায় একই পরিমাণে বেতন পান। মাসিক বেতনের পাশাপাশি, আম্বানির কর্মচারীরা বীমা এবং টিউশনের ক্ষেত্রেও কিছুটা টাকা পান। এরসঙ্গে, মুকেশ আম্বানির কিছু কর্মচারীর সন্তানেরা আমেরিকার স্কুলেও পড়াশোনা করেন।

সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী দিল্লির বিধায়কদের তুলনায় বেশি বেতন পান মুকেশ আম্বানির বাড়ির রাঁধুনি। সম্প্রতি রাষ্ট্রপতি দিল্লির বিধায়কদের বেতন ৬৬ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। ফলে এই বেতন বৃদ্ধির পর থেকে দিল্লির বিধায়করা প্রতি মাসে ৯০,০০০ টাকা পাবেন। অন্যদিকে, মুকেশ আম্বানির রাঁধুনির বেতন বিধায়কদের মাসিক বেতনের (Salary) চেয়ে দ্বিগুণেরও বেশি।