বিজেপিতে থাকা বা না থাকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুকুল রায়

নিজস্ব প্রতিবেদন : যখন বাংলার বিজেপি নেতাদের নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক চলছে ঠিক সে সময় হঠাৎ মুকুল রায়ের কলকাতা ফিরে আসা নিয়ে জোর জল্পনা। জল্পনা শুরু হয় তাহলে কি মুকুল রায় বিজেপি ছেড়ে দিচ্ছেন! আবার কোথাও কোথাও জল্পনা তিনি পুরাতন দলেই নাকি প্রত্যাবর্তন করছেন। আর এই সকল জল্পনার অবসান ঘটাতে রবিবার মুকুল রায় একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেন, ‘বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন।’ পাশাপাশি তিনি এও জানান, ‘তাকে নিয়ে যে সকল খবর রটছে, তা সব অপপ্রচার। আর এনিয়ে তদন্ত হওয়া উচিত।’

এছাড়া এদিন মুকুল রায় সাফ সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে তিনি বিজেপির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন। বিধানসভা ভোটের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন। আর এনিয়ে দলের সঙ্গে তার কোনো সংঘাত নেই। এমনকি কলকাতায় অমিত শাহ এসে তাকে জয়ের অন্যতম কাণ্ডারী বলে সম্মান দিয়েছেন। তাই মুকুল রায় এদিন জানান, ‘১০০% সন্তুষ্ট বিজেপিতে যোগ দিয়ে।’ এদিকে মুকুল রায় কলকাতায় ফিরে আসা নিয়ে জানিয়েছিলেন, ‘চিকিৎসার জন্য তিনি এসেছেন।’ আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘করোনা পরিস্থিতিতে সর্তকতা এবং শারীরিক অবস্থার কারণে দূরত্ব অবলম্বন করছেন মুকুল দা।’

এছাড়াও এদিন মুকুল রায় এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন বলেন, “এই যে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছি, আমি চলে গেছি, অমুক জায়গায় গিয়েছি, এসব বিভ্রান্তিকর অপপ্রচার আমাকে খুব হিট করেছে। এবং আমি বিভ্রান্ত হবে বিভিন্ন জায়গার মানুষের ফোন ধরতে ধরতে ক্লান্ত হয়ে যাচ্ছি। সুতরাং আমি আবার রিপিট করছি, আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকবো।”