‘প্রশান্ত কিশোরকে কেন দরকার হলো তৃণমূলের’, প্রশ্ন মুকুল রায়ের

হিমাদ্রি মন্ডল : লাভপুরের ৩ সিপিআইএম সমর্থককে খুনের মামলায় হাজিরা দিতে বিজেপি নেতা মুকুল রায় সোমবার দ্বিতীয়বারের জন্য বীরভূমের সিউড়ি থানায় হাজির হন। এদিন বীরভূমের সিউড়ি থানায় মুকুল রায়কে প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারী অফিসাররা। এরপর থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়।

সেখানে তিনি বলেন, “আমি মহামান্য আদালতকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি। তদন্তকারী সংস্থা আমাকে যতবার ডাকবে আমি ততবার যাব, সমস্ত প্রশ্নের উত্তর দেব।” এরপর সাংবাদিকরা মুকুল রায়কে প্রশ্ন করেন ২০২১ সালে বিধানসভা ভোটে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে কি বলবেন? তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “২০১১ সালে প্রশান্ত কিশোর ছিল না, ২০১৪ সালের লোকসভাতেও প্রশান্ত কিশোর ছিল না।”

আর এমন উত্তর দেওয়ার পর তিনি বড় একটি প্রশ্ন রাখলেন সাংবাদিকদের কাছে। তাঁর প্রশ্ন, “এখন হঠাৎ মমতা ব্যানার্জির প্রশান্ত কিশোরকে প্রয়োজন পড়ছে কেন?” এরপর তিনি পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে বলেন, “পৌর ভোট তো রাজ্য নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হবে। এর আগে আপনারা পঞ্চায়েত নির্বাচন দেখেছেন। তবে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ভোটের ফলাফল ভালো হবে বিজেপির।”