এই দপ্তরের কর্মীদের গরহাজিরা রুখতে নয়া নির্দেশিকা জারি নবান্নের

নিজস্ব প্রতিবেদন : সরকারি অফিসের কর্মী এবং অফিসারদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। সপ্তাহে কাজের দিনগুলিতে কর্মী এবং অফিসারদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নির্দেশিকা জারি করা হয়েছে সংস্কার দপ্তরের কর্মী এবং অফিসারদের জন্য। কারণ এই দপ্তরের কর্মী এবং অফিসাররা অযথা ছুটি নিয়ে থাকেন বলে অভিযোগ। আবার বহু ক্ষেত্রে কাজের সময় তাদের পাওয়া যায় না বলেও অভিযোগ।

স্বরাষ্ট্র সচিবের অধীনে থাকা এই দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বর্তমান করোনাকালে সরকারি অফিসগুলিতে ২৫% কর্মীদের হাজিরা থাকার যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী বহু কর্মী এবং অফিসার অফিসে হাজির হচ্ছেন না। নানান অজুহাত দেখিয়ে তারা ওয়ার্ক ফ্রম হোম করছেন। আবার বহু কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা নির্ধারিত সময়ের আগেই বাড়ি চলে যাচ্ছেন। আর এসবের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ফাইল আনা অথবা চিঠি তৈরীর মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না।

যেখানে কর্মদিবস বাড়ার কথা সেই জায়গায় এই দপ্তরের কর্মীদের দৌলতে তা কমে যাচ্ছে। তবে শুধু স্থায়ী কর্মচারীরাই নন, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রেও এমন গরহাজিরার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসল নবান্ন। স্টাফ স্পেশাল ট্রেন সহ অন্যান্য পরিবহণ ব্যবস্থা সঠিকভাবে থাকলেও কর্মীদের এমন আচরণে নবান্ন ক্ষুব্ধ হয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, কর্মীদের সঠিকভাবে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সরকারি এই নির্দেশিকায় যা যা বলা হয়েছে তা রীতিমতো হাস্যকর। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কাজের সময় কর্মীদের পাওয়া যাচ্ছে না। কেউ কেউ চা খাওয়ার নাম করে ঘন্টার পর ঘন্টা বাইরে কাটিয়ে আসছেন। কোন দিন আবার অফিসমুখোও হচ্ছেন না। যে কারণে এই দপ্তরের সকল অফিসার, কর্মী এবং অস্থায়ী কর্মীদের সব কর্ম দিবসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।