বদলে যাবে দেশ, ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের উদ্বোধন মোদির

নিজস্ব প্রতিবেদন : দেশের পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেখতে গিয়ে এমনই একটি প্রকল্পের কথা বলেছিলেন। সেই স্বাধীনতা দিবসের তিন মাস পার হতে না হতেই উচ্চাকাঙ্ক্ষীত সেই গতিশক্তি প্রকল্পের উদ্বোধন করলেন বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ১০০ লক্ষ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গতিশক্তি রাষ্ট্রীয় মাস্টার প্ল্যান’।

বিপুল অর্থ বরাদ্দ করার মধ্য দিয়ে এই প্রকল্পের আওতায় দেশের পরিবহণ ব্যবস্থায় ভোল বদলে দেওয়ার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করা হবে রাস্তা, রেললাইন এবং বিমান পরিষেবার উন্নয়নের জন্য। এই প্রকল্পের মধ্য দিয়ে ঠিক কি কি পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

পূর্বঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন কোণাকে জুড়ে দেওয়া হবে ৭৫টি বন্দে ভারত ট্রেনের মাধ্যমে। এই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্য রয়েছে আগামী ৭৫ সপ্তাহের মধ্যে। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণের জন্য তৈরি করা হবে নতুন নতুন বিমানবন্দর। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে উড়ান যোজনা প্রকল্পের মধ্য দিয়ে ১০৯টি বিমানবন্দর তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও তৈরি করা হবে হেলিপ্যাড, এয়ার স্ট্রিপ। সব মিলিয়ে মোট ২২০টি বিমানবন্দর তৈরি করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের।

অন্যদিকে সড়ক তৈরি করার ক্ষেত্রেও কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় ২০০ লক্ষ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হবে। চলতি বছরের শেষেই এই জাতীয় সড়ক বেড়ে দাঁড়াবে ১.৩ লক্ষ কিলোমিটারে। এর সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য বর্তমানের তুলনায় দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে কেন্দ্র সরকারের। পাশাপাশি ৩৫ লক্ষ কিলোমিটার ফাইবার অপটিক্যাল পাতা হবে। পাশাপাশি নতুন রেললাইন তৈরি করা হবে আগামী ২০২৪-২৫ অর্থ বর্ষের মধ্যে।

বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই প্রকল্পের সূচনা করে জানিয়েছেন, “সরকার আগামী ২৫ বছরের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করছে। এই মাস্টারপ্ল্যান একুশ শতকের সব পরিকল্পনাকে গতিশক্তি দেবে।”