বিক্রমকে খুঁজতে NASA-র বড় পদক্ষেপ! আশায় বুক বাঁধছে ISRO

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের ২২ শে জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান-২। প্রায় দেড় মাস পর গত ৭ই সেপ্টেম্বর রাত্রি দেড়টা থেকে আড়াই টার মধ্যে চাঁদের মাটিতে অবতরণের পরিকল্পনা ছিল ল্যান্ডার বিক্রমের। পরিকল্পনা মতো রাত্রি ১:৩৮ মিনিটে অবতরণের প্রক্রিয়া শুরু হয়। বিক্রমের গতিবেগ সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে নামিয়ে আনা হয় ০ তে। তারপর শুরু হয় হার্ড ব্রেকিং কাউন্টডাউন। হার্ড ব্রেকিং প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় ফাইন ব্রেকিং পর্যায়। আর এই পর্যায় শুরু হতেই দুর্ভাগ্যবশত দেখা দেয় বিপর্যয়। এই পর্যায়েই কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর।

৩৬ ঘন্টা পর রবিবার খোঁজ পাওয়া যায় বিক্রমের বলে জানান ইসরোর চেয়ারম্যান ডা: কে শিবন। তিনি জানান, “এখনো পর্যন্ত বিক্রমের থেকে কোনও রেডিও সিগন্যাল পৌঁছায়নি অরবিটারের কাছে। কিন্তু সে কোথায় নেমেছে তার খবর পাওয়া গিয়েছে। এখন আশা খুব শীঘ্রই বিক্রমের সাথে যোগাযোগ করা সম্ভব হবে।”

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে বিক্রমের সঙ্গে যোগাযোগ করার প্রয়াস চলছে। আর প্রয়াস চলবে আগামী সেপ্টেম্বরের ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত। চন্দ্রপৃষ্ঠে যেদিকে বিক্রম রয়েছে সেখানে সূর্যের আলো পড়লেই যোগাযোগের চেষ্টা করা হবে। জানা যাচ্ছে চাঁদের পিঠে সফট ল্যান্ডিং না হবার কারণেই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ল্যান্ডার। আর সে কারণেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

ইতিমধ্যেই কেটে গেছে কয়েকটা দিন। চন্দ্রযানের সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরো। এবার ইসরোকে সেই কাজে সাহায্য করতে হাত লাগালো নাসাও। বর্তমানে ইসরোর অরবিটারের সাহায্যে বিক্রমের অবস্থান বোঝার চেষ্টা করছে। একই সঙ্গে এই মুহূর্তে চাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে নাসার একটি অরবিটারও। সেই অরবিটার এবার বিক্রমের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে। বিক্রমের অবস্থান খুঁজে পেলেই সেই তথ্য নাসা পাঠাবে ইসরোকে।

নাসার এক মুখপাত্র জানিয়েছেন বিক্রম ল্যান্ডার যেখানে অবস্থান হওয়ার কথা সেখানে যাবে নাসার অরবিটার। তাতে তোলা সমস্ত ছবি শেয়ার করবে ইসরোর সাথে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে ল্যান্ডার বিক্রমকে ‘হ্যালো’ মেসেজ পাঠিয়েছে নাসা।

বেতার তরঙ্গের মাধ্যমে বিক্রমকে সিগন্যাল পাঠিয়েছে নাসা। বিক্রম সেই সিগন্যাল গ্রহণ করেছে কিন্তু ল্যান্ডারের তরফ সে কোনো সাড়া মেলেনি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি রেডিও ফ্রিকুইন্সির মাধ্যমে বিক্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নাসা ইতিমধ্যেই ইসরোর এই অভিযানকে অভিনন্দন জানিয়েছে। একটি ট্যুইটের বার্তায় তারা লিখেছে, “মহাকাশটা বড্ড কঠিন। তোমাদের পথ চলা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামী দিনে সৌরজগৎকে আরও বেশি আবিষ্কার করার সঙ্গী হতে পারি আমরা।”