বিরল রোগ অনোমাটোম্যানিয়া আক্রান্ত নাসিরুদ্দিন শাহ, কি এই রোগ

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে সেই বিরল রোগের নাম হলো অনোমাটোম্যানিয়া। এই বিরল রোগ কি? চিকিৎসকেরা এই নিয়ে কি বলছেন?

নাসিরুদ্দিন শাহ-এর কথা অনুযায়ী এই রোগে আক্রান্ত হওয়ার পর তিনি সারাদিন বিনা কারণে একই বাক্য, একই শব্দ বলে চলেছেন। এমনকি রাতে ঘুমাতে যাওয়ার সময়ও একই অবস্থা হয়ে থাকে। এর কারণে তিনি ঠিকঠাক ঘুমাতে পারেন না বলে জানিয়েছেন। শুধু বাক্য নয়, এর পাশাপাশি অভিনেতার কথা অনুযায়ী, তিনি যে কাজটি করতে ভালোবাসেন সেটিই একনাগাড়ে করে চলেছেন। এমনকি রাতে শোয়ার পরও একই অবস্থা।

অনোমাটোম্যানিয়া রোগ সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগ হলো এমন একটি রোগ যাতে আক্রান্ত হলে রোগীরা ক্রমাগত কিছু শব্দ, বাক্য অথবা গোটা একটি লাইন বলতে থাকেন। পাশাপাশি আক্রান্ত রোগী যে কাজটি করতে ভালোবাসেন সেই কাজটি বিশ্রাম না নিয়েই ক্রমাগত করে যান।

তবে চিকিৎসকের এই রোগকে কোন রকম অসুখ বলতে রাজি নন। কারণ অসুস্থতা তখনই ঘটে যখন তা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। যে ব্যক্তির সাহিত্য নিয়ে অনুরাগী সেই ব্যক্তির প্রতিনিয়ত তার পছন্দের ভাষা এবং পছন্দের সংগীত নিয়ে চিন্তা করে থাকেন। অনোমাটোম্যানিয়া এর থেকে বেশী আর কিছু নয়। একে মানসিক রোগের সঙ্গে মিশিয়ে ফেলা যাবে না।

বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, অনেক ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা নিজেদের পছন্দের কাজকর্ম নিয়ে মগ্ন থাকেন। সেই কাজকর্মে মগ্ন থাকার পরিপ্রেক্ষিতে তারা একই ধরনের কথাবার্তা অথবা বাক্য বলে থাকেন। পাশাপাশি এই রোগের ক্ষেত্রে সেভাবে কোনো ওষুধ নেই বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। নিরাময় প্রসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন, নিজেদের উদ্যোগেই এই সমস্যা দূর করতে হবে। সেক্ষেত্রে বাড়ির লোকজন এদের সঙ্গে বেশিক্ষণ কথা বার্তা বলা এবং আড্ডা দিতে হবে। দিনে কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে।