SBSTC-র পর NBSTC, বাড়িতে বসেই মিলবে টিকিট, নয়া পরিষেবা ঠিক এই মাসে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা হলেও বাসের চাহিদা রয়েছে যথেষ্ট। বিশেষ করে যে সকল জায়গায় এখনও পর্যন্ত সেই ভাবে রেল পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি সেখানে বাসের উপর নির্ভর করেই আমজনতা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন।

বাসের ক্ষেত্রে সরকারি বাসের উপর বহু যাত্রীদের নির্ভরশীলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে দিন দিন। কারণ সরকারি বাসে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি ভাড়া বেসরকারি বাসের তুলনায় কম হয়ে থাকে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যতম উল্লেখযোগ্য হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মূলত জেলায় জেলায় এই দুই সংস্থার বাস পরিষেবা সবচেয়ে বেশি চোখে পড়ে।

এই সকল বাসের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যাত্রীদের সুবিধার জন্য অনলাইনে টিকিট বুকিং নিয়ে এসেছে। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা আনতে চলেছে। খুব তাড়াতাড়ি নতুন এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে সংস্থা সূত্রে।

টিকিট বুকিং করার ক্ষেত্রে যাতে যাত্রীদের সময় বাঁচে তার জন্য অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা আনতে তোড়জোড় শুরু করা হয়েছে সংস্থার তরফ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চ মাসে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো ও বাস স্ট্যান্ড পরিদর্শন করতে এসে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই।

দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, “অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং পরিষেবা চালু হবে এবং এর ফলে যাত্রীরা যেকোনো জায়গা থেকে টিকিট বুকিং করতে পারবেন। জনপ্রিয়তা বৃদ্ধি করা এবং যাত্রীদের হয়রানি কমানোর লক্ষ্যে অনলাইনে টিকিট বুকিং করার পদ্ধতি আনা ছাড়াও আগামী দিনে এটিএম পরিষেবাও আনা হবে। এছাড়াও আরও নানান পরিষেবা আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”