নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে রেল পরিষেবাকে ধরা হয়ে থাকলেও বাস পরিষেবার গুরুত্ব কম নয়। ট্রেনের পরই বাসকে (Bus Service) গণপরিবহনের অন্যতম মেরুদন্ড হিসেবে ধরা হয়ে থাকে। যদিও সমস্ত জায়গায় বাস পরিষেবার ক্ষেত্রে ট্রেনের মত সব রকম সুবিধা দেওয়া সম্ভব হয়নি।
এই সকল খামতির মাঝেই এবার পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের বাস পরিষেবায় এমন এক সুবিধা দেওয়া শুরু হলো যাতে করে যাত্রীরা জানতে পারবেন কখন ছাড়বে তাদের বাস। ঠিক যেমন ট্রেনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ট্রেনের ক্ষেত্রে যেমন কোন রেলস্টেশন থেকে কখন ট্রেন ছাড়বে তা জানতে পারা যায় ঠিক সেই রকমই পরিষেবা চালু করা হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে।
নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে এবার যাত্রীরা ট্রেনের মতোই বাড়িতে বসে বাসের টাইম টেবিল দেখতে পারবেন। টাইম টেবিল দেখতে পাওয়ার পাশাপাশি দূরপাল্লার বাসের ক্ষেত্রে টিকিট বুকিং করাও যাবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই এমন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে NBSTC-র তরফ থেকে।
নতুন এই ওয়েবসাইট থেকে কোন বাস কখন ছাড়বে তা জানা যাবে এবং দূরপাল্লার বাসের ক্ষেত্রে অনলাইনে টিকিট বুকিং করা যাবে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র চেয়ারম্যান। এমনকি তিনি জানিয়েছেন, কোন থার্ড পার্টি এক নয় বরং আইআরসিটিসি-র (IRCTC) মতো পরিবহন মন্ত্রকের ওয়েবসাইট থেকে এই সুবিধা পাওয়া যাবে।
এর পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা যাতে যাত্রীরা পান তার জন্য বিভিন্ন তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। জানা যাচ্ছে, ডিপো অনুযায়ী কত গাড়ি কোন রুটে চলে, ডিপোর ফোন নম্বর, কর্মী সংখ্যা, পর্যটন, আধিকারিকদের ফোন নম্বর সহ সমস্ত খুঁটিনাটি তথ্য আপলোড করা হয়েছে।