SBSTC-NBSTC বাসে উঠে টিকিট কাটার দরকার নেই, আসছে নয়া ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন : বাস হোক অথবা ট্রেন, বা অন্য কোন যানবাহন, এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে লাগে ভাড়া। অনেক ক্ষেত্রেই এই সকল যানবাহনে চড়ার জন্য আগে থেকেই টিকিট বুকিং করতে হয়। তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে এমন এক ব্যবস্থা আনা হচ্ছে যাতে করে আর SBSTC-NBSTC বাসে টিকিট কাটার প্রয়োজন হবে না।

রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে যাত্রীদের হাতে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনি তাদেরও টিকিটের জন্য দৌঁড়াদৌঁড়ি করতে হবে না। খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা আনছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এমনকি SBSTC-NBSTC বাস ছাড়াও রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে সকল যানবাহন চলাচল করে সেই সকল যানবাহনে চড়ার ক্ষেত্রেও টিকিট বুকিং করতে হবে না।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার রাজ্য সরকার আনছে এমন এক ধরনের স্মার্ট কার্ড, যার মাধ্যমে SBSTC-NBSTC-WBTC সহ অন্যান্য সরকারি বাস এবং রাজ্য সরকারের অন্যান্য পরিবহন ব্যবস্থাই টিকিট বুকিং না করেই চড়া যাবে। এই ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে রাজ্য পরিবহন দপ্তরের বাস, ট্রাম অথবা ফেরি সার্ভিস সবেতেই।

মেট্রো পরিষেবার ক্ষেত্রে যেমন স্মার্ট কার্ড রয়েছে ঠিক সেই রকমই স্মার্ট কার্ড দেওয়া হবে এই রাজ্য পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও। সেই স্মার্ট কার্ডে আগে থেকে রিচার্জ করে ব্যালেন্স রাখতে হবে। এরপর যাত্রীরা যখন এই সকল যানবাহনে চড়বেন সেই সময় সেই স্মার্ট কার্ডে থাকা ব্যালেন্স থেকেই তার নির্ধারিত ভাড়া কেটে নেওয়া হবে।

যদিও এই ধরনের স্মার্ট কার্ড কবে থেকে যাত্রীরা হাতে পাবেন তা সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে এই স্মার্ট কার্ড যাত্রীদের হাতে দ্রুত তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া চালানো হচ্ছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।