এক বাসে ঘুরে আসা যাবে শিলিগুড়ি থেকে নেপাল, নয়া পরিষেবা NBSTC-র

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ যাত্রীদের ট্রেনের উপর নির্ভরশীল হতে দেখা যায়। তবে সব জায়গায় তো আর ট্রেন চলে না, যে কারণে বিকল্প হিসাবে বাসের উপর নির্ভরশীল হতে হয় যাত্রীদের। যে কারণে ট্রেন যেমন গণপরিবহনের মেরুদন্ড ঠিক সেই জায়গায় একই দাবি রাখে বাস পরিষেবাও।

বাস পরিষেবার ক্ষেত্রে এবার উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। শুধু সুখবর নয়, ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে এমন এক বাস পরিষেবা চালু করা হয়েছে যাতে একটি বাসে চড়েই যাত্রীরা শিলিগুড়ি থেকে নেপাল ঘুরে আসতে পারবেন। মন্ত্রী ফিরহাদ হাকিম এই বাস পরিষেবার সূচনা করেছেন জুলাই মাসে।

শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু হওয়ার পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন আগামী দিনে শিলিগুড়ি থেকে বাংলাদেশ বাস পরিষেবা চালু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সকল বাস পরিষেবা চালু করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু করার ক্ষেত্রে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এই বাসটির প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ড থেকে ছাড়ে এবং মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নেপালের কাঠমান্ডু থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভাড়া হিসাবে মাথাপিছু নেওয়া হচ্ছে ১৫০০ টাকা।

এ ধরনের বাস পরিষেবা চালু করার ক্ষেত্রে রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে পুনরায় উজ্জীবিত করা। বহু পর্যটক রয়েছেন যারা শিলিগুড়ি অথবা নেপাল ঘুরতে যেতে চান তারা এই বাস পরিষেবার মাধ্যমে অনেক সহজেই বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন।