আরিয়ানকে গ্রেফতার করে হয়েছিলেন হিরো, এবার চাকরি গেল সেই আধিকারিকের

Aryan Khan Drug Case : মাদক মামলায় বলিউড তোলপাড় করেছিলেন নারকোটিক্সের এক আধিকারিক। গ্রেফতার করা হয়েছিল বলিউডের কিং খান শাহরুখের পুত্র আরিয়ানকে। ২০২১ সালের এই ঘটনায় রীতিমত মুম্বাইয়ের বি-টাউনে হইচই পড়ে গিয়েছিল।

যদিও পরবর্তী ক্ষেত্রে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন যে আধিকারিক, তাকে সাসপেন্ড করা হয়। এবার চাকরি গেল সেই আধিকারিকেরই। গত বছর তাকে সাসপেন্ড করা হয়েছিল এবার তাকে সরানো হয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর পদ থেকে।

আরও পড়ুন : থিয়েটার-সুইমিংপুল, কি-না নেই কৃষ্ণ কল্যাণীর বাংলোয়! লজ্জা পাবেন মন্নতের মালিক শাহরুখও

মুম্বাইয়ের একটি বিলাসবহুল ক্রুজ ক্রডেলিয়া থেকে মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। সেই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এসপি পদমর্যাদার এই আধিকারিক। যদিও তাকে আরিয়ান খান মামলায় নয়, অন্য একটি মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো থেকে সরানো হয়েছে।

এনসিবির অভিযানের পর প্রথমে আটক ও তার পরে গ্রেফতার করা হয় আরিয়ানকে। সেই সময় ঘটনার তদন্তকারী আধিকারিকদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ব বিজয় সিংহ। ২০২২ সালে তাঁর বিরুদ্ধে সঠিক ভাবে তদন্ত না করার অভিযোগ ওঠে অন্য একটি মামলায়। সেই অভিযোগের ভিত্তিতেই উক্ত আধিকারিকের বিরুদ্ধে শুরু হয় তদন্ত।

আরও পড়ুন : হুইল চেয়ারে KKR ফ্যান, এগিয়ে গেলেন শাহরুখ, পরের মুহূর্ত আপনার চোখেও জল আনবে

সম্প্রতি শেষ হয়েছে সেই তদন্ত। তার পরেই বিশ্ব বিজয় সিংহকে চাকরি থেকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় এনসিবি বলে খবর। এই খবরে সিলমোহর দিয়েছেন এনসিবি প্রধান সত্য নারায়ণ প্রধান নিজে। তদন্ত চলাকালীন সাসপেন্ড করা হয়েছিল বিশ্ব বিজয় সিংহকে। এ বার তাঁকে চাকরি থেকেই তাড়িয়ে দিল নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরো।