এক হাজার কোটি টাকা বিনিয়োগ! বদলে যাচ্ছে উত্তরবঙ্গ! মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : পর্যটক থেকে শুরু করে প্রতিটি মানুষেরই চোখ রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। আবার উত্তরবঙ্গের বাসিন্দাদের বারবার অভিযোগ তুলতে দেখা যায় অনুন্নয়ন নিয়ে। মূলত উত্তরবঙ্গ শিলিগুড়ি কেন্দ্রিক হয়ে উঠেছে এমনই অভিযোগ তুলে থাকেন স্থানীয় বাসিন্দারা। তবে এবার সেই অভিযোগ যেন নিমেষে দূর হতে চলেছে নতুন এক পদক্ষেপে।

শুক্রবার শিলিগুড়িতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উত্তরবঙ্গ শাখার একটি সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানেই বিপুল পরিমাণ বিনিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উল্লেখ করা হয়েছে, এবার এই বিষয়টি কেবলমাত্র শিলিগুড়ি কেন্দ্রিক হবে না। ছড়িয়ে যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। মূলত স্বাস্থ্য পরিকাঠামোয় অবিশ্বাস্য বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

আগে উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালিতে একটি এইমস হওয়ার কথা ছিল। কিন্তু সে আর হয়ে ওঠেনি। তবে এবার ফের নতুন করে স্বাস্থ্য পরিকাঠামোয় উত্তরবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কোন কোন খাতে বিনিয়োগ হয়েছে এবং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখে নেওয়া যাক।

এইমস না হলেও উত্তর দিনাজপুর জেলায় ২০০ কোটি টাকার বিনিয়োগের পরিপ্রেক্ষিতে একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরীর কাজ শুরু হয়েছে। শিলিগুড়ির রাঙাপানিতে একটি বেসরকারি সংস্থার তরফ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে ক্যান্সার হাসপাতাল তৈরীর কথা ঘোষণা করেছে। শিলিগুড়ির ঘোষপুকুরের কাছে দেড়শো কোটি টাকার বিনিয়োগে মেডিকেল এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে। সেখানে হাসপাতাল তৈরি হওয়ার পাশাপাশি নার্সিং কলেজ এবং প্যারামেডিকেল কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও শিলিগুড়িতে স্বাস্থ্য খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ বাড়তি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর এমন উন্নতি হলে কেবলমাত্র উত্তরবঙ্গের বাসিন্দারা উপকৃত হবেন তা নয়। কেননা উত্তরবঙ্গে চিকিৎসা করানোর জন্য উত্তরবঙ্গের বাসিন্দারা ছাড়াও বিহার এবং অসম থেকেও বহু মানুষের আগমন হয়।