এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজার পদে ২০০ শূন্যপদ, রইলো আবেদন পদ্ধতি

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি বিভিন্ন সময় কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সেরকমই ব্যাঙ্ক অফ বরোদা নামক রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ম্যানেজার পদের জন্য ২০০টি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১ লা ফেব্রুয়ারি। অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে ছয় মাসের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। তবে এর থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের পদের জন্য বিবেচনা করা হবেনা। এরপর বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম- হেড স্ট্র্যাটেজিস্ট, ১ টি পদ।

পদের নাম- ন্যাশনাল ম্যানেজার টেলিকলিং, ১ টি পদ।

পদের নাম- প্রধান প্রকল্প ও প্রক্রিয়া,১ টি পদ।

পদের নাম- জাতীয় রিসিভেবল ম্যানেজার, ৩ টি পদ।

পদের নাম- জোনাল রিসিভেবল ম্যানেজার, ২১টি পদ।

পদের নাম- ভাইস প্রেসিডেন্ট, স্ট্র্যাটেজি ম্যানেজার, ৩ টি পদ।

পদের নাম- ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, স্ট্র্যাটেজি ম্যানেজার,৩ টি পদ।

পদের নাম- ভেন্ডর ম্যানেজার, ৩ টি পদ।

কমপ্লায়েন্স ম্যানেজার – ৩ টি পদ।

আঞ্চলিক রিসিভেবল ম্যানেজার- ৪৮ টি পদ।

এমাআইএস ম্যানেজার- ৪ টি পদ।

অভিযোগ ম্যানেজার- ১ টি পদ।

প্রসেস ম্যানেজার- ৪ টি পদ।

সহকারী ভাইস প্রেসিডেন্ট- স্ট্র্যাটেজি ম্যানেজার – ১ টি পদ।

এরিয়া রিসিভেবল ম্যানেজার- ৫০ টি পদ।

সহকারী ভাইস প্রেসিডেন্ট- ৫০ টি পদ।

সহকারী ভাইস প্রেসিডেন্ট- প্রোডাক্ট ম্যানেজার -৩ টি পদ।

আবেদন ফি- জেনারেল, EWS, OBC প্রার্থীদের জন্য ৬০০ টাকা, SC, ST, PWD এবং মহিলাদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।