করোনা রোগীদের চিকিৎসায় টানা ২০ দিন, প্রতিবেশীদের অভ্যর্থনায় চোখে জল নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের ফলে ভারতের হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। বিশ্বজুড়ে এই মৃতের সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি। রীতিমতো ভীতির সৃষ্টি হয়েছে সব জায়গায়। কিন্তু এখনো অবধি করোনা ভাইরাসের কোনরকম ভ্যাকসিন বেরোয়নি। তাই‌ লকডাউনকেই দীর্ঘায়িত করা হয়েছে। ভারতে ৩ রা মে’র লকডাউন বেড়ে হলো ১৭ ই মে পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো নিষেধ। কিন্তু ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসন, সাফাই কর্মী এই মানুষগুলো নিজেদের জীবন তুচ্ছ করে আমাদেরকে এই ভীতির মধ্যেও পরিষেবা দিয়ে যাচ্ছেন। গোটা বিশ্ব যখন একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন এই চরম দুর্দিনে যে মানুষগুলো সামনে থেকে লড়াই করছেন তাদের জন্য আমরা কী বা করছি?

কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা যায় যে একজন মহিলা চিকিৎসক কাজ করে বাড়ি ফিরলে তাকে সকল প্রতিবেশীরা অভ্যর্থনা জানাচ্ছেন, আবাসনে ঢোকার পর তার মাথাতে পুষ্পবৃষ্টি করা হচ্ছে ও অভিনন্দনও করা হচ্ছে। এই চিকিৎসক টানা ২০ দিন কাজ করেছিলেন করোনা সংক্রামিতদের সুস্থ করতে। তার অনেক রোগীরাই ইতিমধ্যে সুস্থও হয়ে গেছেন। এরপর অন্যান্য চিকিৎসকরা যখন কাজে যোগ দিলে তখন ওই মহিলা চিকিৎসককে বিশ্রাম নেওয়ার জন্য ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই মহিলা চিকিৎসক আবাসনে ফিরতেই অবাক হয়ে গেলেন, তাকে করা হলো রীতিমতো পুষ্পবৃষ্টির সাহায্যে অভ্যর্থনা।

এই ভিডিও আবার পরবর্তীতে রিট্যুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “এই মুহূর্তগুলো দেখলে মন ভরে ওঠে খুশিতে।ভারতের দৃষ্টিভঙ্গি ও চেতনার পরিচয় দেয় এই মুহূর্তগুলো। আমরা সকলে মিলে কোভিড ১৯ এর বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করছি। এই যুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াইটা করছেন তাদের জন্য আমরা ভীষণভাবে গর্ব অনুভব করি।” আর এই ভিডিও দেখে স্বভাবতই চোখে জল আসছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।