ভারত বিরোধী মন্তব্যের জেরে নিজের দেশেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ভারত বিরোধী মন্তব্য করে বেফাঁস ফাঁসলেন নেপালের প্রধানমন্ত্রী। তাও আবার অন্য কোথাও নয় একেবারে নিজের দেশেই। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র ভারত নিয়ে মন্তব্য ঘিরে সেদেশের নেপাল কমিউনিস্ট পার্টির একাধিক শীর্ষ নেতারা তার পদত্যাগ চাইলেন। নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেপালের প্রধানমন্ত্রীর ভারত বিরোধী মন্তব্য ঘিরে কটাক্ষ শুরু হয়।

মঙ্গলবার থেকে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে এই বৈঠক। যে বৈঠকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বর্তমান প্রধানমন্ত্রী মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। তিনি তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানান, “প্রধানমন্ত্রীর পদ থেকে ভারত তাকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে এই মন্তব্য রাজনৈতিক এবং কূটনৈতিক কোনো দিক থেকেই ঠিক নয়। প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কে ক্ষতি করবে। তাই তার পদত্যাগ করা উচিত।”

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মন্তব্য করেছিলেন, “নেপালের নতুন মানচিত্র প্রকাশ করার পর থেকেই দূতাবাস থেকে অন্যান্য জায়গায় তোড়জোড় শুরু হয়েছে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। আর এই ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন নেপালেরই অনেক নেতা।”

আর এমন মন্তব্যের পরেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মন্তব্যের বিরোধিতা করেন এবং পদত্যাগের দাবি করেন। তবে শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও মাধব কুমার নেপাল, ঝালানাথ খানাল, ভাইস চেয়ারম্যান বামদেব গৌতম, মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠার মতো দলের প্রথম সারির নেতারাও নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন, তিনি যে মন্তব্য করেছেন তার সাপেক্ষে প্রমাণ দেখাতে। আর যদি প্রমাণ দেখাতে না পারেন তাহলে পদত্যাগ করতে।