করোনার নতুন ঢেউয়ে নজরে আসছে ৩টি নতুন উপসর্গ

নিজস্ব প্রতিবেদন : লকডাউন একটু শিথিল হতেই মানুষ করোনাকে অত্যন্ত হালকা ভাবে নিয়ে ফেলেছিলো। সামাজিক দূরত্ব বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়া যত্রতত্র ঘুরে বেড়ানোর ফল তাই হাতেনাতেই পাওয়া গেল। ফলস্বরূপ আগের থেকেও আরও শক্তিশালী হয়ে ফিরে এলো করোনা।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার ফলে প্রতিদিন করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,১৫,৭৩৬ জন‌। সংক্রমিতের মধ্যে মহারাষ্ট্রের ৫৫ হাজার জন ও পশ্চিমবঙ্গের ২ হাজার জনেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কী কী উপসর্গ দেখা যাচ্ছে?

করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও উপসর্গ মোটামুটি এক, সংক্রমিতের মধ্যে জ্বর শ্বাসকষ্ট থেকে শুরু করে স্বাদ গন্ধের পরিবর্তন হ‌ওয়ার মত লক্ষণ দেখা যাচ্ছে।

পুরনো উপসর্গের পাশাপাশি কিছু কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে সেগুলি নীচে সবিস্তারে দেওয়া হলো।

ক) গোলাপি বর্ণের চোখ : চিনের সাম্প্রতিককালের একটি সমীক্ষায় উঠে এসেছে যে এই ক্ষেত্রে চোখের মধ্যে একটি ফোলাফোলাভাব দেখা যাচ্ছে। চোখে জল আসছে এছাড়া চোখ গোলাপি অথবা লাল বর্ণ ধারণ করছে।

খ) শ্রবণ ক্ষমতার হ্রাস : করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন উপসর্গগুলির মধ্যে শ্রবণ ক্ষমতা হ্রাস হওয়া একটি অন্যতম লক্ষণ। ৫৬ জন সংক্রমিতের মধ্যে সমীক্ষা করা হয়েছিল তার মধ্যে ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছেন।

[aaroporuntag]
গ) হজম সমস্যা : সাম্প্রতিককালে যারা করোনা সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষের‌ই হজমজনিত সমস্যা দেখা যাচ্ছে। ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যাথার মত লক্ষণগুলি করোনার ক্ষেত্রে নতুন উপসর্গ বলে উল্লেখ করা হয়েছে। এই সকল হজমের সমস্যা জনিত কারণ দেখা গেলে বিশেষজ্ঞরা তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন।