Tet পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ, ফের মিলবে এই সুযোগ

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাত বছর পর ২০২২-এ প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়েছে। টেট পরীক্ষা হওয়ার আগে নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। প্রাথমিকে নিয়োগ নিয়ে নানান দুর্নীতি সামনে আসার পাশাপাশি উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির কমতি নেই। এমনকি এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে জেলবন্দী রাজ্যের নেতা মন্ত্রীরা।

এমন অবস্থায় বিভিন্ন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যাতে কোথাও কোনো রকম ত্রুটি-বিচ্যুতি না থাকে তার জন্য এই ধরনের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যেমন এই বছর পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই omr সিটের প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। পাশাপাশি দিন কয়েক আগেই প্রকাশ করা হয় আনসার কি।

আনসার কি প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল, কোন পরীক্ষার্থী চাইলে যেকোনো প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এর জন্য প্রশ্ন কিছু ৫০০ টাকা করে দিতে হবে। পর্ষদের তরফ থেকে প্রশ্ন চ্যালেঞ্জ করার এই সময়সীমা আরও বৃদ্ধি করা হলো। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ।

পর্ষদের তরফ থেকে প্রশ্নপত্র চ্যালেঞ্জ করার বিষয়ে আগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে সময়সীমা দেওয়া হয়েছিল মঙ্গলবার পর্যন্ত। তবে মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে প্রশ্ন চ্যালেঞ্জ করার এই সময়সীমা বাড়ানো হয়েছে বুধবার রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ কোন পরীক্ষার্থী চাইলে বুধবার ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারবেন।

শিক্ষক নিয়োগ নিয়ে বারবার যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সকল দুর্নীতির কলঙ্ক কাটাতেই পর্ষদের তরফ থেকে এমন একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এরপরেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, কতটা স্বচ্ছ ভাবে নিয়োগ হয় তা নিয়ে।