স্মার্টফোনে পঞ্চায়েত পরিষেবা, দেশে প্রথম চালু হলো এই পঞ্চায়েতে

নিজস্ব প্রতিবেদন : দেশ যত ডিজিটাল দিকে এগোচ্ছে, ততোই সমস্ত রকম পরিষেবা চালু হচ্ছে অনলাইনে। পৌরসভার বিভিন্ন পরিষেবা অনলাইনে চালু হওয়ার পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবাকেও অনলাইনে চালু করার জন্য উদ্যোগ নিতে দেখা যাচ্ছে সরকারকে। সেইরকমই এবার পঞ্চায়েতের সব পরিষেবা অনলাইনে চালু হলো একটি পঞ্চায়েতে।

অনলাইনে এই পরিষেবা চালু হওয়ার পরিপ্রেক্ষিতে এবার বাড়িতে বসেই পাওয়া যাবে পঞ্চায়েতের সব পরিষেবা। অনলাইনে বাড়িতে বসে বিভিন্ন কর প্রদান থেকে শুরু করে সার্টিফিকেট সবকিছু মিলবে। এছাড়াও যে পঞ্চায়েতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে সেখানে ১০০ দিনের কাজের আবেদন, অভাব-অভিযোগ, পর্যটন ক্ষেত্রের বুকিং এবং পেমেন্ট সবকিছুই করা যাবে।

এই পরিষেবা অনলাইনে চালু করা হয়েছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের প্রত্যন্ত লাখরা গ্রাম পঞ্চায়েতে। এই পরিষেবা চালু করার পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, দেশে প্রথম কোন পঞ্চায়েত এইভাবে অনলাইনে পরিষেবা দেওয়া শুরু করলো। এর জন্য এই পঞ্চায়েতের তরফ থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়, শনিবার যে অ্যাপের উদ্বোধন করেন জেলাশাসক রাহুল মজুমদার এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়ার এই লাখরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা অনলাইনে নেওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। যে অ্যাপটির নাম দেওয়া হয়েছে e-panchayet Lakhra। তবে কর্তৃপক্ষের তরফ থেকে এই অ্যাপ দেশে প্রথম দাবি করা হলেও কেন্দ্র এবং তেলেঙ্গানায় এর সমতুল্য কিছু অ্যাপ রয়েছে বলেও জানা গিয়েছে। তবে পুরুলিয়ার মত প্রত্যন্ত এলাকায় এই পরিষেবার রাজ্যে আলাদা চমক এনে দিয়েছে।

অন্যদিকে এই অ্যাপের নাম আগামী দিনে পরিবর্তন করে সুশাসন লাখরা রাখতে চাইছে পুরুলিয়া জেলা প্রশাসন বলেও জানা গিয়েছে। সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত পরিষেবায় এই অ্যাপ নয়া দিগন্ত। সুশাসনের উদাহরণ। পঞ্চায়েত থেকে পাওয়া পরিষেবাগুলো আমরা খুব সহজেই গ্রামবাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সে জন্যই এই অ্যাপ চালু করা হয়েছে।”