সেপ্টেম্বর মাসের করোনা বিধিনিষেধ জারি করলো নবান্ন, দেখে নিন নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি লাগাম আসতে শুরু করেছে। তবে এর পাশাপাশি তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি তৈরি হয়েছে দেশজুড়ে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনভাবেই বিধিনিষেধ নিয়ে ঢিলেমি দেখাতে চাইছে না। যে কারণে তারা করোনা বিধি-নিষেধ আরও ১৫ দিনের জন্য বাড়ালো। শনিবার নবান্নের তরফ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী ছাড়

প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ট্রেনিং-এর জন্য কোচিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছে। ৫০% পড়ুয়াদের নিয়ে এই কোচিং সেন্টার চালাতে হবে। পাশাপাশি এই সকল কোচিং সেন্টার চালানোর ক্ষেত্রে অন্যান্য সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কোচিং সেন্টার খোলা যাবে কেবলমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার ট্রেনিংয়ের জন্যই। কলেজ অথবা স্কুল পড়ুয়াদের জন্য কোনরকম কোচিং সেন্টার খোলা যাবে না। দিপাবলীর পর স্কুল-কলেজ খুলে দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। তেমন হলে সেই সময়ই কলেজ ও স্কুল পড়ুয়াদের জন্য কোচিং সেন্টার খুলে দেওয়া হবে।

বাকি নিয়ম যা ছিল তাই থাকছে। অর্থাৎ সম্প্রতি আগস্ট মাসে যে সকল ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে সেই সকল ছাড় বহাল থাকছে। পাশাপাশি নাইট কার্ফু চলবে রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এছাড়াও সুইমিং পুল, ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, প্রেক্ষাগৃহ খোলা থাকছে।

বন্ধ

তবে এই সকল একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখনই রাজ্যে লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়েছে নির্দেশিকায়। একইভাবে খুলবেনা কোনরকম স্কুল-কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান। তবে পূর্বঘোষণা মত স্পেশাল ট্রেন এবং স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রো চলবে।