দুবরাজপুর শহরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়তেই তৎপর প্রশাসন

লাল্টু : দুবরাজপুর পৌর এলাকায় এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে শনিবার রাতে। রিপোর্ট আসার পরই জেলা প্রশাসন তাকে বোলপুরের গ্লোকাল কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এছাড়াও আর কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাও খুঁজে বের করছে পুলিশ। শহরের মাঝেই করোনা পজিটিভ ধরা পড়ার পর তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন। শুরু ওই ব্যক্তির বাড়ি ও এলাকা স্যানিটাইজ করা।

জানা গেছে ওই ব্যক্তি কাঠের কাজ করেন। তার শরিরে টিবিও রয়েছে। গত তিন দিন আগে তার জ্বর হয় এবং তিনি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা করার জন্য ভর্তি হন। সে সময় তার করোনা টেস্ট করা হয়। এরপরেই গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। ঘটনার পরেই রবিবার সকাল থেকে দুবরাজপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়াতে স্যানিটাইজেশেনের কাজ করায়। ওই এলাকা ঘুরে দেখেন দুবরাজপুর থানার ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডল ও তৃণমূলের শহর সভাপতি পীযূষ পান্ডে।

তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি পীযুষ পাণ্ডে জানান, “আমাদের শহরে এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার রাতে। তারপর থেকেই আমরা এবং দুবরাজপুর থানার পুলিশ তৎপর হয়েছে ওই ব্যক্তির চিকিৎসার জন্য এবং যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার দিকে যথাসম্ভব নজর রাখা হচ্ছে।”

প্রসঙ্গত সূত্র মারফৎ জানা গিয়েছে যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তির ভ্রমণের কোনরকম ইতিহাস নেই। আর তা সত্ত্বেও তিনি কিভাবে করোনা আক্রান্ত হলেন তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিকভাবে। খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির সংস্পর্শে আর কে কে এসেছিলেন। তবে এই ঘটনার পর সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনিকভাবে সকলকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে।