দার্জিলিঙে হোটেল নিয়ে আর ঠকতে হবে না! আসছে নতুন সরকারি অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : বছরের অধিকাংশ সময়ই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে দার্জিলিংয়ে (Darjeeling) পর্যটকদের সমাগম হতে দেখা যায়। পাহাড়ের টানে, পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে এই সকল পর্যটকরা বছর ভর ছুটে আসেন দার্জিলিংয়ে। তবে বিভিন্ন সময় হোটেল থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও পর্যটকদের ঠকানোর মতো ঘটনা ঘটতে দেখা যায়। এবার এই সকল চিন্তা থেকে মুক্তি দিতে আসছে সরকারি একটি অ্যাপ।

ভর বর্ষার মরসুম বাদে প্রায় অধিকাংশ সময়ে দার্জিলিং সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পর্যটকদের জমজমাট ভিড় দেখা যায়। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় উৎসবের মরশুমগুলিতে অর্থাৎ পুজোর ছুটি অথবা অন্য কোন সময় টানা ছুটিতে। আর এই সকল সময়গুলিতেই সবচেয়ে বেশি পর্যটকদের ঠকানো হয় হোটেল, গাড়ি ইত্যাদির ক্ষেত্রে। এবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) নতুন এই সরকারি অ্যাপ (Darjeeling Tour App) আনছে।

সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে দুর্গাপুজোর আগেই এই অ্যাপ লঞ্চ করা হবে। এক্ষেত্রে অ্যাপ লঞ্চ হয়ে যাওয়ার পর যারা পাহাড় ঘুরতে যাবেন তারা নিজেদের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপটি ডাউনলোড করলে আর আপনাকে কোন রকম চিন্তা করতে হবে না। অ্যাপের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নানান তথ্য পেয়ে যাবেন, এদিক ওদিক সার্চ করার কোন প্রয়োজন নেই। এমনকি কোনটা আসল আর কোনটা নকল বলে দেবে এই অ্যাপ।

জিটিএ যে সরকারি অ্যাপ আনছে তাতে মূলত সব থেকে জরুরী যে সকল তথ্য প্রদান করা হবে সেগুলি হল, হোটেল হোমস্টে ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের বিবরণ দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। এছাড়াও ওই অ্যাপের মধ্যেই পাওয়া যাবে কোন রেস্তোরাঁয় কি কি ধরনের খাবার পাওয়া যায়। কারা সত্যি কারের ট্রাভেল এজেন্ট এবং কোন ক্ষেত্রে যদি বিপদে পড়েন তাহলে কিভাবে পুলিশ ডাকবেন ইত্যাদি।

নতুন যে অ্যাপ আনার কথা জানা যাচ্ছে তাতে পর্যটকরা নিজেদের রেজিস্ট্রেশন করতেও পারবেন। রেজিস্ট্রেশন করলে জিটিএ-র কাছে তথ্য থাকবে আপনি দার্জিলিং ঘুরতে গিয়েছেন। এর ফলে অনেক ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হলে সহজেই সাহায্য মিলবে। অন্যদিকে এই অ্যাপের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন সেখানকার কোন হোমস্টেতে কি ধরনের খাবার রান্না হয়, স্পেশাল কিছু থাকছে কিনা অথবা নিয়মকানুন।