My Ami Buggy EV: বাজারে এলো অটোর থেকেও ছোট গাড়ি, কী কী সুবিধা পাবেন জেনে নিন

New electric cars smaller than autos came to the market: বাজারে এলো একেবারে নতুন ধরনের ইলেকট্রিক গাড়ি, ছোট থেকে বড় কারোরই এই গাড়ি চালাতে আর কোন অসুবিধা হবে না। ভাবছেন গল্প কথা? না একেবারে সত্যি ফ্রান্সের কোম্পানি Citroen সম্প্রতি বাজারে আনল নতুন ইলেকট্রিক গাড়ি। যার নাম হল My Ami Buggy। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাত্র ১০০০ ইউনিট বানিয়েছে এই সংস্থা। গাড়িটি (My Ami Buggy EV) হল একেবারে লিমিটেড এডিশন।

মানুষের কাছে গাড়িটির বৈশিষ্ট্য অবশ্যই লাগবে বেশ চমকপ্রদ। গাড়িটি এখন বিশ্বের মাত্র ১০ টি দেশে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ দেশই হল ইউরোপের। বাজারে চাহিদাকে মাথায় রেখে ফ্রান্সের এই সংস্থা নিয়ে এসেছে এই আলট্রা কম্প্যাক্ট (My Ami Buggy EV) গাড়ি। তাই খুব স্বাভাবিকভাবে এই গাড়িটি হবে মানুষের প্রথম পছন্দ।

আপনারা হয়তো অনেকেই জানেন না যে গাড়িটি প্রথম লঞ্চ হয়েছিল ২০২০ সালে। সম্প্রতি গাড়িটির লিমিটেড এডিশন বাজারে এসেছে। এবার জেনে নিতে হবে গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে। গাড়িটি চওড়ায় ১.৩৯ মিটার এবং উচ্চতায় ১.৫২ মিটার। গাড়ির কার্ব ওয়েট ৪৮৫ কেজি। ভারতীয় মুদ্রা অনুসারে গাড়িটির (My Ami Buggy EV) দাম হল ১০.৭৮ লাখ টাকা। এই আলট্রা কম্প্যাক্ট গাড়িটির সর্বোচ্চ গতি হলো ঘণ্টায় ৪৫ কিমি এবং গাড়িতে রয়েছে ৮ হর্সপাওয়ারের মোটর। এতে রয়েছে ৫.৪ Kwh ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে রেঞ্জ দেয় ৭৪ কিলোমিটার।

এই আল্ট্রা কমপ্যাক গাড়িটি মানুষের মধ্যে ২০২০ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। গ্রাহকদের ভালো লাগার কারণে তারা সংস্থাকে অনুরোধ করে এই গাড়িটির পরবর্তী ভার্সন বাজারে লঞ্চ করার জন্য। একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, মাত্র ১৮ মিনিটের মধ্যে ২০২২ সালে পঞ্চাশ ইউনিট গাড়ি (My Ami Buggy EV) বিক্রি হয়ে গেছিল। গ্রাহকের মধ্যে গাড়িটির জন্য যে উন্মাদনা ছিল তার জন্যই সংস্থা নতুন করে গাড়িটি আবার লঞ্চ করে। এর বুকিং শুরু হবে আগামী ২০ শে জুন।

জানতে চান গাড়িটি কি রকম দেখতে? সাধারণ গাড়িতে যে রকমের দরজা থাকে ইলেকট্রিক সেরকম দরজা থাকেনা। বরং সেখানে থাকে দরজার বার। গাড়িটি দেখতে অনেকটা কোয়াড্রিসাইকেলের মতো হয়। এতে রয়েছে মাত্র দুটি সিট। যদি কেউ স্বল্প দূরত্বে ভ্রমণের জন্য অল্প খরচায় পরিবেশবান্ধব গাড়ি চান তাহলে এটি হলো আদর্শ পছন্দ। ইউরোপের অনেক দেশেই এই ধরনের গাড়ি চালাতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয় না। তাইতো তরুণ তরুণীরা বেশি পছন্দ হবে এই ইলেকট্রিক গাড়ি। সম্ভবত ২০২৩ সালে ভারতে এই গাড়িটি লঞ্চ করেছে এই সংস্থা। Citroen ec3 গাড়িটির ফুল চার্জে রেঞ্জ হলো ৩২০ কিলোমিটার।