বাংলার মুকুটে নতুন পালক, চালু হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, শুভেচ্ছা রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতাতেই, আর এবার কলকাতার মুকুটে যোগ হতে চলেছে আরও একটি পালক। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হচ্ছে কলকাতাতেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতার হুগলি নদীর তলায় মেট্রো রেল পরিষেবা। বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এ কথা ঘোষণা করেন ট্যুইট করে।

ট্যুইটে তিনি একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করে লিখেছেন, “খুব তাড়াতাড়ি কলকাতার হুগলি নদীর তলায় মেট্রোরেলের যাত্রা শুরু হতে চলেছে। প্রযুক্তিগত উন্নতির এক দারুণ উদাহরণ হতে চলেছে এই পরিষেবা। এই পরিষেবা চালু হলে নিত্য যাত্রায় স্বস্তি পাবেন কলকাতার মানুষ। গর্বিত হবে গোটা দেশ।”

১৬ কিলোমিটারের এই আন্ডার ওয়াটার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাকে দু’ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগের মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা এই মাস অর্থাৎ আগস্টের শেষেই। কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে এই মেট্রো। যাত্রীদের মধ্যেও উৎসাহ চোখে পরার মত। তাদের আশা ৫ কিলোমিটারের এই রুটে মেট্রো চালু হলে দীর্ঘ সময়ের যাত্রাপথ অনেকটা কমে দাঁড়াবে। আর অন্য রুটের মেট্রো পরিষেবা হাওড়া ময়দানের সঙ্গে জুড়বে সল্টলেক সেক্টর ফাইভকে। আর এই যাত্রাপথে গঙ্গার তল পেরোতে হবে। যা কিনা এক মিনিটেই পার হওয়া যাবে।

Source

আন্ডারওয়াটার মেট্রো রেলের কাজ শুরু হয় ২০১৭ সালে, এই যাত্রা পথে রয়েছে ৬ টি স্টেশন। স্টেশনগুলি হলো সেক্টর ফাইভ, করুনাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।

এই যাত্রাপথের ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ৫ টাকা। এছাড়া ২ থেকে ৫ কিলোমিটারের জন্য ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটারের জন্য ২০ টাকা এবং ২০ কিলোমিটারের বেশি হলে যাত্রীদের ৩০ টাকা দিতে হবে।

Source

ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার স্মার্ট কার্ড। বেগুনি এবং নীল রং-এর এই স্মার্টকার্ডের একদিকে থাকছে হাওড়া ব্রিজের ছবি এবং অন্যদিকে থাকছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি। কার্ড ইস্যু হবার পর থেকে কার্ডের বৈধতা থাকবে এক বছর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্মার্টকার্ড উত্তর-দক্ষিণ মেট্রোতেও ব্যবহার করা যাবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। পাশাপাশি, একইভাবে উত্তর-দক্ষিণ মেট্রোর চালু কার্ড ব্যবহার করা যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়।

এই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালুর সময় সীমা বারবার পিছিয়ে গিয়েছে নানান কারনে। তবে রেলওয়ে দপ্তর সূত্রে এটাই জানা গিয়েছে, মহালয়ার আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এই যাত্রাপথের ৫.৮ কিমি যাত্রাপথ মাটির উপরে হলেও সুভাষ সরোবর থেকে ভূগর্ভে প্রবেশ করছে এই মেট্রো রেলপথ। স্বাধীনতার আগে তৈরি হওয়া হাওড়া এবং শিয়ালদহ স্টেশনকে এই নতুন মেট্রো পরিষেবা একসাথে জুড়ে দেবে আশা রেলকর্মীদের।