Swiggy, Zomato-এর দিন শেষ, সস্তার ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে হাজির সুনিল শেঠি

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বাড়িতে বসেই জিনিসপত্র থেকে খাবার পাওয়ার বন্দোবস্ত চালু হয়েছে। হোম ডেলিভারি বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই ব্যবস্থা চলছে। আবার খাবার হোম ডেলিভারি করার জন্য যে সকল অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল Swiggy, Zomato ইত্যাদি। তবে এই সকল অ্যাপের মাধ্যমে খাবার হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আলাদা চার্জ দিতে হয়।

এই সকল অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি নেওয়ার সময় রেস্তোরাঁ থেকে বড় অংকের কমিশন নিয়ে থাকে সংস্থাগুলি। ফলে খাবারের দাম অনেক বেড়ে যায়। এই পরিস্থিতিতে Swiggy, Zomato-এর মতো খাবার হোম ডেলিভারি সংস্থাগুলিকে টেক্কা দিতে সুনীল শেঠি নতুন একটি হোম ডেলিভারি দেওয়া অ্যাপ নিয়ে এলেন। যাতে অনেক সস্তাতেই মিলবে খাবার।

এমনিতেই বলিউড তারকারা অভিনয় ছাড়াও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে থাকেন। এর আগে বলিউড তারকা অক্ষয় কুমার স্টার্টআপে বিনিয়োগ করেছেন আর এবার এই তালিকায় নাম লেখালেন সুনীল শেঠি। জনপ্রিয় এই অভিনেতা বায়ু (waayu) নামে একটি স্টার্টআপ খাবার হোম ডেলিভারি অ্যাপের উপর বাজি ধরেছেন। এই অ্যাপটি ইতিমধ্যেই মুম্বই ভিত্তিক হোটেল সংগঠন ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সাহায্যে মুম্বাইয়ে নিজেদের পরিষেবা শুরু করে দিয়েছে।

বর্তমানে এই অ্যাপের পরিষেবা পাওয়া যাচ্ছে মুম্বাইয়ের মুম্বই বিএমসি, নভি মুম্বাই, থানে, পুনে, পালঘরের মতো শহরাঞ্চলগুলিতে। তবে এই সংস্থা কেবলমাত্র মুম্বাইয়ের মধ্যেই নিজেদের পরিষেবা সীমাবদ্ধ রাখতে চায় না। তারা আগামী দিনে দেশের অন্য সব মেট্রো শহরগুলিতে নিজেদের পরিষেবা ছড়িয়ে দিতে চায়। মেট্রো শহর ছাড়াও নন মেট্রো শহরগুলিতেও আগামী দিনে পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

এই সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, সুইগি অথবা জোমাটোর মত যে সকল জনপ্রিয় ফুড হোম ডেলিভারি অ্যাপ রয়েছে তাদের তুলনায় অনেক সস্তায় তারা খাবার পৌঁছে দেবে আমজনতার বাড়িতে বাড়িতে। কমিশন অনেক কম নেওয়ার পরিপ্রেক্ষিতেই এই অ্যাপ সংস্থা অল্প খরচে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দিতে সক্ষম।