নতুন ভারতের ম্যাপে অন্তর্ভুক্ত পাক অধিকৃত কাশ্মীরও

নিজস্ব প্রতিবেদন :নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করে নবরূপে ভারতের নতুন ম্যাপ বা মানচিত্র প্রকাশিত হলো। সদ্য গঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর ও লাদাখের সীমানা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে ভারতের যে নতুন রাজনৈতিক মানচিত্র রয়েছে তাতে স্থান পেয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর ও মুজাফফরাবাদের মত এলাকা রয়েছে।আনুষ্ঠানিকভাবে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দু’দিন পরেই ভারতের নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করা হয়।

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতে গঠন করা হয় নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখকে। প্রসঙ্গত জম্মু-কাশ্মীরকে দুই ভাগে ভাগ করার পরেই ভারতের রাজ্যের সংখ্যা কমে যায়, অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বাড়ে। রাজ্যের সংখ্যা কমে দাঁড়ায় ২৮ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯।

মোদি সরকার দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীর থেকে বিতর্কিত ৩৭০ ধারার পাশাপাশি ৩৫ এ ধারা বিলোপ করে। যার পরেই জম্মু-কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে কারগিল ও লেহ বাদে বাকি সমস্ত জেলা থাকছে। আর এই দুই অঞ্চল চলে যাচ্ছে লাদাখের অধীনে।