শিয়ালদার পর ভোল বদলাচ্ছে NJP, ঢেলে সাজানোর উদ্যোগ রেলের

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই ভারতীয় রেল পরিষেবাকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই সকল পদক্ষেপের মধ্যে রয়েছে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ইত্যাদি। আবার এই উদ্যোগের মধ্যেই বিভিন্ন রেলস্টেশনের ভোল বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকাঠামোগত দিক দিয়ে শিয়ালদা স্টেশনের যাত্রীদের চাপ কমানোর জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, যার উপর ভর করে দার্জিলিং যেতে হয় সেই রেল স্টেশনকে একেবারে চকচকে করে তোলার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এই রেলস্টেশন এতটাই ভোল বদলাতে চলেছে, যা চেনা স্টেশনকে অচেনা করে দিতে পারে।

রেল মন্ত্রকের তরফ থেকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে এইভাবে আধুনিকতার ছোঁয়া এবং সাজিয়ে তোলার কথা বলা হয়েছে। পর্যটন কেন্দ্র এবং পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, এনজেপি রেলস্টেশনে এই কাজ হবে মেজর আপগ্রেডেশন অফ রেলওয়ে স্টেশন অন ইন্ডিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায়। এনজেপি রেলস্টেশনকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। সেইমতো এই রেল স্টেশনকে এমন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, যা হয়ে উঠবে মেট্রো রেল স্টেশনের মত ঝাঁ-চকচকে। এনজেপি রেলস্টেশন ছাড়াও একই রকম ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ইন্দোর ও ভুবনেশ্বর রেলস্টেশন।

কিভাবে সাজানো হবে এই রেলস্টেশনকে? সূত্র মারফত জানা যাচ্ছে তাতে দুটি প্রবেশদ্বার তৈরি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টেশনের প্রতীক্ষালয় করা হবে এসি। তৈরি হবে আধুনিক ফুড পার্ক। এছাড়াও এই স্টেশনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। রেলের ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা পরিবর্তন করা হবে। এমনকি পার্কিং ব্যবস্থাতেও আনা হবে আধুনিকতা।