বহু মূল্যবান লকার এলো কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের রাজমহলে

নিজস্ব প্রতিবেদন : রাতারাতি সেলিব্রেটি হয়ে নিজের জীবন বদলে দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম এই একটি গানের দৌলতে তিনি আজ বিশ্ব বিখ্যাত হয়ে উঠেছেন। এইভাবে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে বদলে গিয়েছে তার জীবনযাপন।

একসময় ভুবন বাদ্যকর ভাঙ্গা বাড়িতে থাকার পাশাপাশি গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতেন কাঁচা বাদাম। সেই কাঁচা বাদাম বিক্রি করার সময় তিনি যে গানটি গাইতেন সেটি একদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং ভাইরাল হয়। তারপর থেকেই নামডাক শুরু হয় তার। এই গান ভাইরাল হলে সেলিব্রেটি হয়ে ওঠার পর তিনি বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ভাঙ্গা বাড়ি ছেড়ে উঠেছেন পাকা বাড়িতে।

তার পাকা বাড়ি তৈরি হওয়ার পর সেই বাড়ি রাজমহলের মত সাজানো হয়েছে। পাশাপাশি বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে নানান জিনিসপত্র আনা হয়েছে। এবার এই বাড়িতে জায়গা পেল একটি বহু মূল্যবান লকার। যে লকারটি খড়্গপুরের এক ব্যবসায়ী রাজ শামারিয়া তাকে উপহারস্বরূপ দিয়েছেন। বহু মূল্যবান সেই লকার তার বাড়িতে খোদ পৌঁছে দিয়েছেন ওই ব্যবসায়ী।

এই বহু মূল্যবান লকারটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তার নিজের কারখানাতেই তৈরি করা হয়েছে এমন লকার। লকারটির ওজন ২ কুইন্টালের বেশি হবে বলেই জানানো হয়েছে। এই লকারে রয়েছে নম্বর সিস্টেম। চাবি ছাড়াও ওই নম্বর দিয়ে লকার সুরক্ষিত রাখা যায়।

রাজ শামরিয়া জানিয়েছেন, তিনি ভাইরাল এই সংগীত শিল্পী ভুবন বাদ্যকরকে এমন একটি লকার উপহার দেবেন বলে আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এই লকারটি এসে পৌঁছে দিলেন ভুবন বাদ্যকরের বাড়িতে।