প্রবল শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় পড়বে প্রভাব, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বর্ষার মরশুমে এখনো পর্যন্ত ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। এই বৃষ্টির ঘাটতি মিটতে পারে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিতে। গত দু’সপ্তাহ সময় ধরে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হলেও সেই ভাবে প্রবল বৃষ্টির প্রভাব দেখা যায়নি। এরই মধ্যে আশার আলো দেখিয়ে হাওয়া অফিসের তরফ থেকে নতুন একটি নিম্নচাপের বার্তা দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এই নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ মায়ানমার এবং পার্শ্ববর্তী প্রায় ৫.৮ কিলোমিটার দূরে। এর ফলেই উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতির জন্য ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে বেশ কিছু জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এই সকল জেলাগুলিতে ১৮ এবং ১৯ আগস্ট ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ১৯ এবং ২০ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। এই সকল পরিস্থিতির দিকে তাকিয়ে ২০ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।