Modern Coach for Indian Railways : রেল আনছে নতুন ধরনের কোচ, মিলবে সুইজারল্যান্ডের অনুভূতি! চালু হবে বাংলাতেও

Modern Coach for Indian Railways : রেল প্রেমীদের জন্য সুখবর। নতুন অত্যাধুনিক কোচ আনছে ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে নতুন কোচগুলি। রেল কোচ ফ্যাক্টরি তৈরি করেছে ভারতীয় রেলের যাত্রীবাহী এই কোচগুলি। ভারতীয় রেলের ঐতিহ্যবাহী একটি রুটে নতুন কোচ আনা হচ্ছে। ট্রায়ালের ফল ইতিবাচক হলে খুব শীঘ্রই সেগুলি জুড়ে দেওয়া হবে ইঞ্জিনের সঙ্গে। যাত্রীরা পাবেন বাড়তি সুবিধা।

জানা গিয়েছে, ভারতীয় রেলের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী রুট কালকা শিমলা। এই রুটে এখনো ন্যারোগেজ ট্রেন চালায় রেল। কালকা সিমলা রুটের ট্রয় ট্রেন গুলির জন্য এই নতুন কোচ তৈরি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, চারটি নতুন কোচ তৈরি করা হয়েছে। প্রথমটি হল এক্সিকিউটিভ চেয়ার কার, এসি চেয়ার কার, নন এসি চেয়ার কার এবং লাগেজ কার। খুব শীঘ্রই নতুন এই কোচগুলিকে নিয়ে ট্রায়াল হবে কালকা শিমলা রুটে। ট্রায়াল সফল হলে নতুন কোচে ভ্রমণের আনন্দ পাবেন পর্যটকরা।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি নতুন এই কোচগুলির ছবি শেয়ার করেছেন। কালকা শিমলা রুটের এই কোচগুলি দেখলে আপনি পাশ্চাত্যের কোনও দেশের ট্রেন ভেবে ভুল করতে পারেন। আপাতত প্রোটোটাইপ কোচ হিসেবে নতুন চারটি কোচ তৈরি করা হয়েছে। রেল কোচ ফ্যাক্টরি তৈরি এই নতুন কোচগুলি সফল হলে কাজে আরও গতি আসবে। এই চার ধরনের কোচগুলিকে একসঙ্গে নিয়ে ট্রায়াল হবে বলে জানা গিয়েছে। বাংলার জন্য সুখবর রয়েছে এই নতুন কোচ নিয়ে। জানা গিয়েছে, এনজেপি দার্জিলিং রুটেও এই নতুন কোচ গুলি চালানো হবে বলে খবর।

জানা গিয়েছে, নির্দিষ্ট ভাবে কালকা-শিমলা রুটের জন্যই ‘ন্যারো গেজ’ কোচ তৈরির বরাত দেওয়া হয় আরসিএফ-কে। তবে এই প্রকল্প বাস্তবায়নে বেশ বেগ পেতে হয়ে রেলের কারখানাকে। কারণ ন্যারো গেজের কোচের মডেলিংয়ের জন্য কোনও ডিজিটাল তথ্য উপলব্ধ ছিল না কারখানার কাছে। উল্লেখ্য, কালকা-শিমলা রুটের রেললাইন ডিজাইন করা হয়েছিল ১৯০৮ সালে।

জানা গিয়েছে, কোনরকম আসবাবপত্র ছাড়া নতুন এই কোচগুলির ট্রায়াল সফল হয়েছে। আগের কোচগুলির তুলনায় নতুন কোচ গুলি নিয়ে দ্রুত গতিতে ছুটেছে টয় ট্রেন। এরপর প্রয়োজনমতো আসবাব দিয়ে সাজানো হবে কোচগুলিকে। তারপর সমস্ত কোচগুলি নিয়ে ট্রায়াল হবে। পাহাড়ি রুটে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে এই নতুন কোচগুলি বানানো হয়েছে। একই সঙ্গে যাতে গতি বৃদ্ধি করা যায়, সেই বিষয়টিও মাথায় রেখে যতটা সম্ভব কোচগুলিকে হালকা রাখার চেষ্টা করা হচ্ছে।