ভুবন বাদ্যকরের মতই স্টুডিওতে পা রাখলেন মিলন কুমার, আসছে মিউজিক ভিডিও

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য ভাইরাল হওয়ার পর তাকে স্টুডিওতে তুলে নিয়ে আসে গোধূলি বেলা মিউজিক। এবার একইভাবে এই মিউজিক সংস্থার হাত ধরেই স্টুডিওতে পা রাখলেন পূর্ব বর্ধমানের ভাইরাল গায়ক মিলন কুমার।

সম্প্রতি পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার কুমার শানু, কে কে সহ বিভিন্ন গায়কের গান গেয়ে ঝড় তুলেছেন। অত্যন্ত দরিদ্র পরিবারের এই মিলন কুমার নিজের সংসার চালানোর জন্য বর্ধমান কাটোয়া লোকালে প্রতিদিন গান করেন। এরই মধ্যে তার কণ্ঠস্বর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ভুবন বাদ্যকরের মতো তিনিও সেলিব্রেটি হয়ে ওঠেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসছে গান গাওয়ার জন্য।

অন্যদিকে মিলন কুমার এইভাবে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বীরভূমের মিউজিক সংস্থা গোধূলি বেলা মিউজিক ভুবন বাদ্যকরের মতই মিলন কুমারকে গান গাওয়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেন। ইতিমধ্যেই সেই গান রেকর্ডিং হয়ে গিয়েছে এবং মিউজিক ভিডিও তৈরির প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে মিলন কুমারের এই মিউজিক ভিডিও লঞ্চ হবে বলে জানা যাচ্ছে সংস্থার তরফ থেকে।

যদিও কি মিউজিক ভিডিও আসতে চলেছে তার সম্পর্কে সংস্থার কর্ণধার গোপাল ঘোষ কিছু জানাননি। বরং তিনি বিষয়টিকে কৌতূহলের মতোই রাখতে চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন, মিলন বাবুকে প্রাপ্য সম্মান এবং প্রাপ্য সাম্মানিক দিয়ে এই মিউজিক ভিডিওতে গান গাওয়ানো হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী দিনেও তার পাশে থাকবে তাদের মিউজিক সংস্থা।

অন্যদিকে গোধূলি বেলা মিউজিক সংস্থায় গান রেকর্ডিং করার পর মিলন কুমার জানিয়েছেন, “ট্রেনে গান গেয়ে ভাইরাল হওয়ার পর গোপাল দার মিউজিক সংস্থা গোধূলি বেলা থেকে প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম। গানটি লঞ্চ হওয়ার পর আপনারা সবাই শুনবেন। আশা করি সবার ভালো লাগবে।”