দাম বাড়ার পর Airtel গ্রাহকদের নতুন রিচার্জ প্ল্যান, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : দেশের দ্বিতীয় জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel আগামী ২৬ নভেম্বর থেকে তাদের ট্যারিফ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ট্যারিফ অনুযায়ী গ্রাহকদের খরচ বাড়ছে ২০-২৫ শতাংশ। ইতিমধ্যেই সেই নতুন রিচার্জ প্ল্যানের তালিকা সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, এবার থেকে এই টেলিকম সংস্থার গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ হচ্ছে ৯৯ টাকা।

৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের টকটাইম দেওয়া হবে। ভ্যালিডিটি ২৮ দিন। কল রেট হবে প্রতি সেকেন্ডে এক পয়সা।

১৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, সারা মাসে ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৬৫ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৩৫৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৪৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিন।

৫৪৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিন।

৪৫৫ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, ৮৪ দিনে ৬ জিবি ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

৭১৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

৮৩৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৮৪ দিন।

১৭৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, মোট ২৪ জিবি ডেটা। ভ্যালিডিটি ৩৬৫ দিন।

২৯৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ৩৬৫ দিন।

ডেটা টপ-আপ

৫৮ টাকায় ৩ জিবি, ১১৮ টাকায় ১২ জিবি এবং ৩০১ টাকায় ৫০ জিবি।