New Rule on December: SBI থেকে শুরু করে LPG, OTP নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কবে থেকে বদলাচ্ছে নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Rule on December: নভেম্বর মাস শেষের পথে, একদিন বাদেই শুরু হতে চলেছে নতুন মাস। ডিসেম্বর মাস থেকেই একাধিক ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করা হবে। কোন কোন ক্ষেত্রে এই নিয়মের পরিবর্তন হবে সেইজন্যই অপেক্ষা করতে হবে। দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এই নিয়মের পরিবর্তনের। প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিসগুলোতেই হবে এই পরিবর্তন যেমন, রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়ম কিংবা মোবাইল সংক্রান্ত কিছু নিয়ম। ডিসেম্বর মাসে কোন কোন নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবিস্তারে জানুন এই প্রতিবেদনে।

Advertisements

প্রতিটি মাসের শুরুতেই পেট্রোলিয়াম উত্তোলনকারী সংস্থার তরফ থেকে ঠিক করে দেওয়া হয় রান্নার গ্যাসের দাম কত হবে। ডিসেম্বর মাসের প্রথম থেকেই জারি করা হবে গ্যাসের নতুন দাম (New Rule on December)। ঘরোয়া রান্নার গ্যাসের দাম বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পায়নি। তবে কমার্শিয়াল সিলিন্ডারের দামের পরিবর্তন হয়েছে। যেহেতু কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে সেহেতু তার প্রভাব পড়েছে বিভিন্ন খাবার জিনিসের ওপর।

Advertisements

আরো পড়ুন: আগামী মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৭ দিন, ছুটি থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

শুধুমাত্র রান্নার গ্যাসের ক্ষেত্রেই নয় বড় রকমের পরিবর্তন আসতে চলেছে ১লা ডিসেম্বর থেকে টেলিকম অপারেটরদের জন্য (New Rule on December)। কোন কোন নিয়ম বদলে যাচ্ছে ডিসেম্বরের প্রথম তারিখ থেকে? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নিয়ম অনুযায়ী কমার্শিয়াল সব ধরনের OTP ট্রাক করতে হবে। এই পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে অনলাইনে হওয়া ফ্রডের সংখ্যা আগের থেকে অনেকটাই কমবে। প্রথমে ডেডলাইন দেওয়া হয়েছিল ৩১ এ অক্টোবর, কিন্তু পরবর্তীকালে তা বৃদ্ধি করে করা হয় ৩০ শে নভেম্বর। তাই ১ লা ডিসেম্বর থেকে নিয়ম লাগু হবে, এর ফলে গ্রাহকেরা দেরিতে OTP পাবেন বলেও মনে করা হচ্ছে।

Advertisements

আরো পড়ুন: ২৫ সালে কত দিন ছুটি পাবে সরকারি কর্মচারীরা? লম্বা ছুটি কি রয়েছে, দেখে নিন ছুটির তালিকা

কিংবা যদি কোন ব্যক্তি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ডিসেম্বর মাসে তাদের নিয়মের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসবে। হয়তো ১লা ডিসেম্বর থেকে পরিবর্তন হবে না তবে আগামী ২০ই ডিসেম্বর থেকে Axis Bank EDGE Card এর রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে গেলে ৯৯ টাকা + ১৮% জিএসটি চার্জ করা হবে। এছাড়া যদি গ্রাহকেরা পয়েন্ট ট্রান্সফার করতে যান সেক্ষেত্রেও দিতে হবে ১৯৯ টাকা + ১৮% জিএসটি।

এছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন আসবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নিয়মে বড় রকমের পরিবর্তন (New Rule on December) আসতে চলেছে। ১ লা ডিসেম্বর থেকেই ইউটিলিটি বিল বা ইলেক্ট্রিসিটি, জল, গ্যাস ইত্যাদির বিলের পেমেন্ট ৫০,০০০ টাকার বেশি হলে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। যদি বিল পেমেন্ট এর ক্ষেত্রে তা পঞ্চাশ হাজারের নিচে হয় তাহলে কোন রকমের চার্জ কাটা হবে না।

Advertisements