১৫ বছরের পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত, খরচ বেড়ে গেল কয়েকগুণ

নিজস্ব প্রতিবেদন : পরিবেশ দূষণ রোধ করা এবং অর্থনীতিকে চাঙ্গা করা এই দুই লক্ষ্য নিয়ে এবার কেন্দ্রের তরফ থেকে নতুন এক সিদ্ধান্ত নেওয়া হল। এই দুই লক্ষ্য পূরণ করার জন্য মোটরযান আইন সংশোধন করা হয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয়ের তরফ থেকে। আইনের পরিবর্তন এনে এবার ১৫ বছরের বেশি পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এছাড়াও যে সকল গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছে সেগুলিও বাতিল হিসাবে গণ্য হবে।

১৫ বছরের বেশি পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরেই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল। তবে কবে থেকে এই নিয়ম জারি হবে সেই সঠিক বার্তা পাওয়া যায়নি। অবশেষে নতুন নিয়ম জারি হওয়ার দিনক্ষণ জানা গেল। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে নতুন এই নিয়ম লাগু হচ্ছে।

১৫ বছরের বেশি পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর রিনিউয়াল করার খরচ কয়েকগুণ বৃদ্ধি পেতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী। বর্তমানে যেখানে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে খরচ হয় মাত্র ৬০০ টাকা, সেই জায়গায় নতুন নিয়ম অনুসারে খরচ পড়বে পাঁচ হাজার টাকা।

দুই চাকার যানবাহনের মালিকদের ক্ষেত্রেও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুসারে এখন ১৫ বছরের বেশি পুরাতন দুই চাকার যানবাহনের রেজিস্ট্রেশন করতে খরচ হবে এক হাজার টাকা। বর্তমানে যেখানে রেজিস্ট্রেশন করতে খরচ হয় মাত্র ৩০০ টাকা।

সবচেয়ে বেশি খরচ বাড়ছে আমদানিকৃত যানবাহনের। এই ধরনের যানবাহনের ক্ষেত্রে ১৫ বছরের বেশি পুরাতন হলে আগে যেখানে রেজিস্ট্রেশনের জন্য ১৫০০০ টাকা খরচ করতে হতো সেই জায়গায় এখন খরচ পড়বে ৪০ হাজার টাকা। এছাড়াও নতুন নিয়মে বলা হয়েছে, বেসরকারি গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে দেরি হলে প্রতি মাসে তিন হাজার টাকা করে জরিমানা দিতে হবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ প্রতি মাসে ৫০০ টাকা।