১লা নভেম্বর থেকে LPG সিলিন্ডার পেতে মানতে হবে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন : LPG সিলিন্ডারে দুর্নীতি রুখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে কেন্দ্র। এর আগেও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দুর্নীতি ঠেকানো যায়। তবে তার পরেও সিলিন্ডারের ডেলিভারি দেওয়া নিয়ে নানান অভিযোগ এবং এক গ্রাহকের সিলিন্ডার অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

আর এই জায়গায় লাগাম টানতে এবার ১লা নভেম্বর থেকে সম্পূর্ণ নতুন নিয়ম লাগু হতে চলেছে। ১লা নভেম্বর থেকে গৃহস্থের বাড়িতে LPG সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় তার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি ডেলিভারি বয়কে দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত তেল সংস্থাগুলির চুরি রুখতে এবং সঠিক গ্রাহককে শনাক্ত করতে এই ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) সিস্টেমটি চালু করা হচ্ছে।

আর এই নতুন পদ্ধতি বাধ্যতামূলক হওয়ার পর যদি কোনো গ্রাহকের LPG সংযোগের সাথে মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে তিনি ডেলিভারি বয়ের মাধ্যমে তৎক্ষণাৎ মোবাইল নম্বর সংযুক্ত করার সুযোগও পাবেন। তবে এই সকল গ্রাহকরা যাদের মোবাইল নম্বর সংযুক্ত নেই এবং ঠিকানা ভুল রয়েছে তাদের যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য দ্রুত তা সংশোধন করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১লা নভেম্বর থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হলেও বর্তমানে বেশ কিছু এলাকায় এই ডেলিভারি অথেন্টিকেশন কোড পদ্ধতি চালু রয়েছে। তবে এটা আগামী দিনে দেশের ১০০টি শহরে বাধ্যতামূলক করা হচ্ছে এবং ধাপে ধাপে দেশের সর্বত্র বাধ্যতামূলক করা হবে বলে।