চুপিসারে গ্যাসের ভর্তুকিতে হস্তক্ষেপ, নয়া নিয়ম কার্যকর

নিজস্ব প্রতিবেদন : এই মাসে যে সকল গ্রাহকরা গ্যাস বুক করেছেন তাদের একাউন্টে গ্যাসের ভর্তুকি হিসাবে ঢুকেছে ৭৪ টাকা। কিন্তু আবার যারা উজালা যোজনা গ্যাসের কানেকশন নিয়েছেন তাদের এই মাসের বুকিং করা গ্যাস ভর্তুকি ঢুকেছে ৯৪ টাকা। তাহলে সাধারণ গ্রাহক হিসাবে আপনার ভর্তুকির ২০ টাকা গেল কোথায়!

গত মাস পর্যন্ত এমন ভর্তুকির তফাৎ কোনরকম গ্রাহকদের ক্ষেত্রে ছিল না, তাহলে এ মাসে! গ্রাহকদের নজর এড়াতে সুকৌশলে ক্যাশ মেমোতে এ মাসে ভর্তুকির অঙ্ক উল্লেখও করা হয়নি। ফলে ব্যাংক একাউন্টে টাকা ঢোকার পরে গ্রাহকেরা ভর্তুকির অঙ্ক জানতে পারছেন। যার ফলে সাধারণ গ্রাহকরা ভর্তুকির টাকা কত পাচ্ছেন এবং উজালা যোজনা গ্রাহকরা ভর্তুকির টাকা কত পেয়েছেন তা প্রকাশ্যে আসছে না। আর এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা।

জুলাই মাসে গ্যাসের ভর্তুকি হিসাবে পাওয়া গিয়েছিল ১৬৫ টাকা। সেখানে আগস্ট মাসে গ্যাসের ভর্তুকিতে এত কম কেন! অনেকেই হিসাব কষতে শুরু করেছেন। আর হিসাব অনুযায়ী এ মাসে সিলিন্ডারের দাম কমেছে ৬১.৫০ টাকা, তাহলে ভর্তুকি যাবে ১০০ টাকার কাছাকাছি আসা উচিত। কিন্তু তা হয়নি, এসেছে মাত্র ৭৪ টাকা। কিন্তু কেন এমনটা হল তার উত্তর মিলছে না।

কেন্দ্র এবং এলপিজি সংস্থার কর্তাদের থেকে এ বিষয়ে সঠিক কোন উত্তর না মেলায় মনে করে নেওয়া হচ্ছে সাধারণ মধ্যবিত্তদের গ্যাসের ভর্তুকি চুপিসারে কমিয়ে দেওয়া হয়েছে। আর এই নয়া নিয়ম চলতি মাস থেকে কার্যকরী হয়েছে। কিন্তু যেখানে কোটি কোটি সাধারণ গ্রাহকের হকের টাকা জড়িত সেখানে কেন এমন ধোঁয়াশা!