এর চেয়ে বেশি প্রিমিয়াম হলে মিলবে না কোনরকম কর ছাড়, ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেট নিয়ে প্রতিটি মানুষের মধ্যেই আলাদা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল। কারণ এই বাজেট দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে প্রতিটি মানুষের কথা মাথায় রেখে একগুচ্ছ উপহার দেওয়া হবে এমনই ইঙ্গিত আগেই মিলেছিল। সেই ইঙ্গিত অনুযায়ী আয়কর থেকে রেল বিভিন্ন ক্ষেত্রে একাধিক ঘোষণা করতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে।

তবে এরই মধ্যে এই বাজেটে প্রিমিয়াম নিয়ে নতুন ঘোষণা করতে দেখা গেল কেন্দ্র সরকারকে। নতুন ঘোষণা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোন বীমা পলিসির প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি হয় এবং তা থেকে যে সুদ পাওয়া যাবে তার ওপর কর ছাড় দেওয়া হবে না।

মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপের মাধ্যমে বেশি টাকার বীমা পলিসি থেকে আয়ের উপর যে ছাড় দেওয়া হতো তা সীমিত করার পথে হাঁটা শুরু করা হলো। ধরে নেওয়া হচ্ছে যারা ৫ লক্ষ টাকা বা তার বেশি প্রিমিয়াম দিচ্ছেন তাদের সম্পদের পরিমাণ সাধারণদের তুলনায় বেশি।

নতুন এই নিয়ম জারি হবে আগামী ১ এপ্রিল থেকে। নতুন নিয়ম জারি হয়ে যাওয়ার পর যাদের জীবন বীমার প্রিমিয়াম ৫ লক্ষ টাকা বা তার বেশি হবে তারা তাদের সেই জীবন বীমা থেকে আয়ের উপর আর কর ছাড় পাবেন না। তবে নতুন এই নিয়মের আওতার বাইরে থাকবে ইউনিট-লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান।

তবে এই ধরনের যে সকল বীমা রয়েছে সেই সকল বীমার ক্ষেত্রে মৃত্যুকালীন সুবিধার ক্ষেত্রে নতুন এই নিয়ম লাগু হবে না। এর পাশাপাশি ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সকল জীবন বীমা ইস্যু করা হবে সেই সকল জীবন বীমার ক্ষেত্রেও নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না।