দীঘা মন্দারমনি অতীত, এই দিন থেকে খুলে যাচ্ছে নতুন সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পর্যটকদের ঘুরতে যাওয়া মানেই দীঘা (Digha) অথবা মন্দারমনি (Mandarmani)। এই একই জায়গায় বারবার এসে অনেকের কাছেই তা একঘেয়েমির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তবে কাছে পিঠে আর কোন ভালো সমুদ্র সৈকত না থাকার কারণে একঘেয়েমি জায়গাতেই পর্যটকরা বারবার আসেন। এবার এই একঘেয়েমি জায়গা দূর হতে চলেছে নতুন সমুদ্র সৈকতের হাত ধরে।

দীঘা এবং পার্শ্ববর্তী এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নতুন নতুন সমুদ্র সৈকত পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসে ঢেউ সাগর এবং ভোর সাগর নামে দুটি সমুদ্র সৈকত খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। এই সকল সমুদ্র সৈকতের নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঢেউ সাগর এবং ভোর সাগর সমুদ্র সৈকত পর্যটকদের জন্য খুলে যাওয়ার পর আরও একটি সমুদ্র সৈকত সূর্য সাগর খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এই নতুন সমুদ্র সৈকতের নামকরণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নতুন এই সমুদ্র সৈকত খোলার জন্য আরও দিন কয়েক অপেক্ষা করতে হবে পর্যটকদের বলে জানা যাচ্ছে।

সূর্য সাগর সমুদ্র সৈকত কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে? এই বিষয়ে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এখনো এই নতুন সমুদ্র সৈকত খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে নতুন সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য কি কি করা যায় তা নিয়ে। নির্দেশ মতো সব কাজ করা হবে এবং সেই মোতাবেক পরিকল্পনা করা হচ্ছে।

ভোর সাগর সমুদ্র সৈকত হয়েছে ওল্ড দিঘা থেকে মোহনা পর্যন্ত এক কিলোমিটার জায়গা জুড়ে। লম্বা এই সমুদ্র সৈকতের সৌন্দর্যায়ন করা হয়েছে এবং স্লোপের পাশাপাশি করা হয়েছে বসার জায়গা। ঢেউ সাগরের মতই ভোর সাগরকে সাজিয়ে তোলা হয়েছে। তবে এর থেকেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে সূর্য সাগর সমুদ্র সৈকত বলে জানা যাচ্ছে।