রেলযাত্রীদের জন্য সুখবর, আরামদায়ক নতুন ধরনের সিটের বন্দোবস্ত করলো ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে যাত্রীদের সুরক্ষা এবং আরামদায়ক যাত্রার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সেই সকল পদক্ষেপের অঙ্গ হিসেবে এবার যাত্রীদের নতুন ধরনের সিট উপহার দিলো ভারতীয় রেল। যে সিটে বসে অথবা শুয়ে আরামদায়ক যাত্রা করতে পারবেন যাত্রীরা বলেই দাবি করা হয়েছে রেলের তরফ থেকে।

সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল সেই রকম একটি ট্রেনের নতুন ধরনের সিটের ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভারতীয়দের জ্ঞাত করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন এই ধরনের সিট আসার ফলে যাত্রীরা তাদের যাত্রার ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

দূরপাল্লার ট্রেনের সিটের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে?

১) দূরপাল্লার ট্রেনের প্যাসেজের দিকের আসনগুলি বদলে ফেলা হচ্ছে।

২) এর আগে দূরপাল্লার ট্রেনে যাত্রার ক্ষেত্রে বসার সিটে পিছনের হেলান দিওয়া অংশগুলিকে নামিয়ে শুতে হতো। ফলে দুটি সিটের হেলান দেওয়া অংশ যে জায়গায় মিশছে সেখানে উঁচু-নিচু থাকতো। ফলে শোয়ার সময় নানান ধরনের অসুবিধা হতো যাত্রীদের।

৩) এই অসুবিধা দূর করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আলাদা করে শোয়ার একটি বেডের ব্যবস্থা করা হয়েছে যেটিকে ওই সিটের উপর পেতে শোয়া যাবে। এর ফলে মাঝের উঁচু নিচু জায়গা আর থাকছে না।