নতুন সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গেই বেড়ে গেল জল্পনা! উস্কে দিলেন খোদ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার ভারত পেল নতুন সংসদ ভবন (Parliament House)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এদিন এই সংসদ ভবনের উদ্বোধন করেন। নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই ৯৬ বছরের ব্রিটিশ শৃংখল থেকে মুক্ত হল দেশ। ১৯২৭ সালে কাউন্সিল হাউস হিসাবে যে ভবন তৈরি হয়েছিল সেই ভবন এতদিন সংসদ ভবন হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল।

নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা। আগে যেখানে লোকসভা কক্ষে সাংসদদের বসার জায়গা ছিল টায়ে টায়ে সেই জায়গায় এখন আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২২৪। দেশের জাতীয় পাখি ময়ূরের অন্দর সজ্জায় লোকসভা কক্ষে থাকছে ৮৮৮টি আসন এবং পদ্ম থিমের উপর রাজ্যসভায় থাকছে ৩৮৪ টি আসন। নতুন এই সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নতুন একটি জল্পনা উস্কে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যে জল্পনা উসকে দিয়েছেন তা হল সাংসদ সংখ্যা বৃদ্ধি নিয়ে। রবিবার সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখার সময় নরেন্দ্র মোদী বলেন, “আগামী দিনে সংসদের আসন বাড়লে যাতে স্থান সংকট না হয়, সেটা নিশ্চিত করার জন্য সংসদ আয়তনে বাড়ানো দরকার ছিল।”

এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা যায়, “আগামী দিনে সংসদের আসন বাড়লে যাতে স্থান সংকট না হয়, সেটা নিশ্চিত করার জন্য সংসদ আয়তনে বাড়ানো দরকার ছিল।” নতুন সংসদ ভবন তৈরি হওয়া এবং আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই জল্পনা শুরু হয়েছিল দেশের সাংসদ সংখ্যা বৃদ্ধি হতে পারে এমনটাই। তবে কেন্দ্রের তরফ থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো না হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী দিনে সাংসদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে এমনটাই আভাস পাওয়া গেল।

এমনিতেও যে নিয়ম রয়েছে তাতে ১০ লক্ষ নাগরিক কিছু একজন করে সাংসদ থাকা দরকার। তবে শেষবার দেশের সাংসদ সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল ১৯৭১ সালের জনগণনার পর। সেবার সাংসদ সংখ্যা ৫০২ থেকে করা হয়েছিল ৫৪৫। বর্তমানে দেশের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে তাহলেও সাংসদ সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৮১ নম্বর ধারা। সংবিধানের এই ধারা অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত সাংসদ সংখ্যা বৃদ্ধি করা যাবে না। যদিও সংসদের সংখ্যা বলে বিজেপি চাইলে এই ধারাই পরিবর্তন আনতে পারে এবং লোকসভার সাংসদ সংখ্যা ৮৮৮ এবং রাজ্যসভার সাংসদ সংখ্যা ৩৮৪ করতে পারে।