আতঙ্ক বাড়িয়ে করোনার নতুন স্ট্রেন ঢুকে পড়লো ৮টি দেশে, উদ্বিগ্ন WHO

নিজস্ব প্রতিবেদন : করোনা নিয়ে যখন গোটা বিশ্ব ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে ঠিক সেসময় অস্বস্তি নিয়ে হাজির হয় করোনার নতুন স্ট্রেন। ক্রমশই এই নতুন স্ট্রেন আতঙ্ক বাড়াচ্ছে বিশ্বের সামনে। ইতিমধ্যেই এই নতুন স্ট্রেন ঢুকে পড়েছে বিশ্বের ৮টি দেশে। আর এই ভাবে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তাদের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে।

প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুজ শুক্রবার রাতে টুইট করে স্বীকার করে নেন আটটি দেশে এই নতুন করোনা স্ট্রেন ঢুকে পড়ার বিষয়টিকে। পাশাপাশি তিনি দাবি করেছেন, নতুন এই স্ট্রেন কম বয়সীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিষয়টিকে নিয়ে গবেষণা শুরু করা হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে তিনি সওয়াল করেছেন। এই নতুন স্ট্রেন নিয়ে প্রয়োজনমতো আপডেট দিতে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, করোনার এই নতুন স্ট্রেন চিনা সার্স-কোভ-২ এর তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। দিন কয়েক আগেই ব্রিটেনে এই নতুন স্ট্রেন সামনে আসে। তারপরেই নতুন করে আতঙ্ক শুরু হয় ব্রিটেন জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্রিসমাসের আগেই একাংশে লকডাউন ঘোষণা করেন। পাশাপাশি ভারত এবং ইউরোপের অন্যান্য দেশগুলি ব্রিটেনের সাথে বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপরেও এই ভাইরাসকে ছড়ানো থেকে ঠেকানো সম্ভব হলো না। ইতিমধ্যেই ইউরোপের ৮টি দেশে তা ছড়িয়ে পড়লো।

অন্যদিকে আবার ব্রিটেনের থেকেও আরও বেশি দ্রুত সংক্রামক ভাইরাসের সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৪ হাজারের বেশি মানুষ। পাশাপাশি মারাও গেছেন চারশ-র বেশি মানুষ। আর এই সকল পরিস্থিতি দেখে মানুষ যেখানে আশা করেছিল ২০২১ সালে পৃথিবী আবার সমস্ত বাধা কাটিয়ে আগের মত ব্যস্ত হয়ে উঠবে, সেই জায়গায় যেন নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।