Train from Raiganj: পর্যটকদের পোয়াবারো, উত্তরবঙ্গের জন্য নতুন পরিষেবা চমকে দিচ্ছে সকলকে

Rail’s New Surprise for Travelers; North Bengal is getting new services: গ্রীষ্মকালের তীব্র গরমে সবার মন চাইছে একটু পাহাড় ঘুরতে যেতে। তবে যদি পাহাড় ঘোরার প্ল্যান থাকে তাহলে আপনার জন্য আছে বিশাল সুখবর। যত দিন যাচ্ছে ভারতীয় রেল ব্যবস্থা নিজেকে উন্নত করার প্রতিনিয়ত চেষ্টা করছে। উত্তরবঙ্গের (Train from Raiganj) জন্য ভারতীয় রেল নিল বিশাল বড় সিদ্ধান্ত। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের মুখে অবশ্যই ফুটবে হাসি।

উত্তরবঙ্গের মনোরম পরিবেশ বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। গরমের ছুটি পড়বে আর উত্তরবঙ্গ ভ্রমণ হবে না এ তো হতেই পারে না। আপনারও কি এই গরমে উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যান আছে? তাহলে রেলের এই নতুন চমক আপনাকে আরো বেশি উত্তেজিত করে তুলবে। আগামী মঙ্গলবার থেকে চালু হবে রাধিকাপুর-বারসই রুটে (Train from Raiganj) ইলেকট্রিক ট্রেন।

যেসব পর্যটকরা এইসময় উত্তরবঙ্গ ভ্রমন করতে চান তাদের জন্য দুর্দান্ত খবর। রায়গঞ্জবাসীরা (Train from Raiganj) স্বাভাবিকভাবে রেলের এই সিদ্ধান্তে খুব খুশি। কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী বলেছেন যে, চলতি বছরের ৩০ শে মে থেকে শুরু হবে রাধিকারপুর-বারসই রুটের ইলেক্ট্রিক ট্রেনটি। এই রুটে আপাতত দুটি ট্রেন চলবে।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, রায়গঞ্জ রেলওয়ে স্টেশন (Train from Raiganj) ও কালিয়াগঞ্জ স্টেশন পেতে চলেছে আধুনিক সুযোগ-সুবিধা। রায়গঞ্জ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলছে দীর্ঘদিন। এর সাথে চলছে রায়গঞ্জ রেলস্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মের সেড বাড়ানোর কাজ। তবে জানা যায়নি ট্রেন দুটি কোন কোন স্টেশনে এখনো পর্যন্ত থামবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৬ সালে রাধিকাপুর-বারসই লাইন ব্রডগেজে পরিণত হয়। ২০১৭ সালে এই লাইনটির উপর দিয়ে ভারত থেকে নেপালে পণ্যবাহী ট্রেনের যাতায়াত শুরু হয়েছিল। তবে যাত্রীদের জন্য সুখবর হলো খুব তাড়াতাড়ি এই লাইন দিয়ে চালু হবে ইলেকট্রিক ট্রেন। যদি ইলেকট্রিক ট্রেন চালু হয় তাহলে সাশ্রয় হবে জ্বালানি ও খরচও অনেক কম হবে। তাই পাহাড়ে ঘুরতে যাওয়া এখন আগের থেকে অনেক বেশি সহজ। তাই রেলের এই নতুন চেষ্টায় উত্তরবঙ্গে বাড়বে পর্যটক সংখ্যা।