সিউড়ির বাসিন্দাদের জন্য সুখবর, চালু হতে চলেছে নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদন : সিউড়ির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, জেলার সদর শহর সিউড়ি হলেও, এই শহরের সঙ্গে কলকাতা অথবা পার্শ্ববর্তী এলাকার রেল যোগাযোগ জঘন্য। বারংবার নানান আবেদন অনুরোধ জানিয়েও সেই অভিযোগ মেটানো যায় নি। তবে এবার বাসিন্দাদের জন্য সুখবর দিল ভারতীয় রেল।

সিউড়ির বাসিন্দাদের জন্য সুখবর দিয়ে ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে। যে ট্রেনটি এমন সময় দেওয়া হয়েছে যা বাসিন্দাদের চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবেই এই ট্রেনের টাইম টেবিল রাখা হয়েছে। এই ট্রেনটি চলবে সিউড়ি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে সিউড়ি।

রেলের তরফ থেকে প্রকাশ করার টাইম টেবিল থেকে জানা যাচ্ছে, প্রতিদিন এই ট্রেনটি ভোর ৫:২০ মিনিটে সিউড়ি রেল স্টেশন থেকে ছাড়বে এবং তা সকাল ৯:৫৭ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। ফেরার পথে শিয়ালদা থেকে বিকাল ৫:২৫ মিনিটে ট্রেনটি রওনা দেবে সিউড়ির দিকে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ৯:২০ মিনিটে।

ট্রেনটি তার যাত্রাপথে সিউড়ি এবং শিয়ালদহ স্টেশন ছাড়াও স্টপেজ দেবে অন্ডাল, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটিতে। যদিও এই ট্রেনটি কবে থেকে চালু হবে তার সম্পর্কে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। পাশাপাশি ভাড়া কত হতে পারে তাও এখনো জানানো হয়নি।

তবে সে যাই হোক বছরের পর বছর পর এমন গুরুত্বপূর্ণ সময়ে সিউড়ির বাসিন্দারা একটি ট্রেন পেয়ে খুশি। সিউড়ি স্টেশন ম্যানেজার জানিয়েছেন, নতুন ট্রেনের বিষয়ে টাইমটেবিল এসে গিয়েছে। তবে ট্রেনটি কোন দিন থেকে চালু হচ্ছে তার এখনও প্রকাশ করা হয়নি।