নিরাপত্তার কথা মাথায় রেখে গাড়ির টায়ার নিয়ে নয়া নিয়ম আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে পথ চলতিদের কথা মাথায় রেখে ভেহিকেল আইনে নানান পরিবর্তন আনা হয়েছে। যানবাহনকে আরও সুরক্ষিত করার জন্য ব্রেক, সেন্সর, এয়ারব্যাগ সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে। এবার এই সকল বিষয়ে আরও কঠোর নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রণালয়।

এই বিষয়ে আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে নতুন ডিজাইন অনুযায়ী তৈরি করা হবে গাড়ির টায়ার। আগামী বছরের ১ এপ্রিল থেকে নতুন সেই টায়ার দেখা যাবে প্রতিটি নতুন গাড়িতে। নিরাপত্তার কথা মাথায় রেখে এবার টায়ারের ক্ষেত্রে এই পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার।

নতুন নিয়ম অনুসারে টায়ারের তিন রকমের ক্যাটাগরি প্রযোজ্য হবে। টায়ারের এই নতুন তিন মান হলো নতুন মান C1, C2 এবং C3। এই সকল ক্যাটাগরির টায়ারের জন্য AIS-142:2019 স্টেজ ২ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী বছর ১ এপ্রিল থেকে প্রতিটি নতুন গাড়িতে এই ধরনের টায়ার থাকা বাধ্যতামূলক হচ্ছে।

টায়ারের জন্য বর্তমানে যে তিনটি বিভাগ করা হয়েছে সেই তিনটি বিভাগ অনুযায়ী বলা হয়েছে, যাত্রীবাহী গাড়ির টায়ারের বিভাগ হল C1, C2 হল ছোট বাণিজ্যিক যানবাহন এবং C3 হল ভারী বাণিজ্যিক গাড়ির টায়ার। টায়ারের ক্ষেত্রে এই ধরনের ভাগ করে দেওয়ার ফলে টায়ার কেনার সময় ক্রেতারা জানতে পারবেন এই টায়ার কতটা নিরাপদ।

যানবাহন সম্পর্কে যাদের মধ্যেই জ্ঞান রয়েছে তারা প্রত্যেকেই জানেন, টায়ার গাড়ির নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা বহন করে। টায়ার ভালো থাকলে রাস্তায় যানবাহন চালানোর সময় ব্রেক বা রোড গ্রিপিং ক্ষমতা অনেক উন্নত হয়। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়।