Semi high speed train: বন্দে ভারত নিয়ে সামনে এলো নতুন আপডেট,সফরের অভিজ্ঞতা বদলাতে চলেছে রেল

Indian Railways brings a new travel experience for passengers: ভারতীয় রেলব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে এনেছে বড় রকমের চমক। তাদের এই বড় পরিকল্পনা আসলে যাত্রীদের কাছে সত্যি সুখবর। ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে যে, এবার থেকে দেশের সমস্ত রাজ্যে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে আধা উচ্চ গতির আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Semi high speed train)। সেরকমই পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক।

এখন যাতায়াত হয়ে গেলো সাধারণ মানুষের কাছে আরো সহজ। রেল মন্ত্রক এর মূল লক্ষ্য হল ২০২৩ সালের ১৫ই আগস্ট এর মধ্যে দেশের সব রাজ্যে চালু হয়ে যাবে নতুন যুগের অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Semi high speed train)। ভারতীয় রেল পরিকল্পনা করেছে যে চলতি বছর ১৫ ই আগস্ট এর মধ্যে এরকম ৭৫ টি ট্রেন চালু করা হবে। ভারতীয় রেল পরিবহন সংস্থা এই বছরই প্রথম চালু করেছে নীল ও সাদা রঙের বন্দে ভারত এক্সপ্রেস। জনগণের কাছে এ এক পরম প্রাপ্তি।

চলতি বছর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরির কাজ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একটি করে নতুন ট্রেন তৈরি হচ্ছে মাত্র ৮ থেকে ৯ দিনের মধ্যে। রায়বেরেলি-ভিত্তিক মডার্ন কোচ ফ্যাক্টরি এবং লাতুর-ভিত্তিক মারাঠওয়াড়া রেল কোচ ফ্যাক্টরি – এই দুটি কারখানায় উৎপাদনের কাজ শুরু করার প্রচেষ্টা চলছে জোরকদমে। সম্প্রতি এই ট্রেনটি চেন্নাই ভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেন তৈরি করা হচ্ছে।

জেনে নিই মোট কতগুলো ট্রেন চালু হয়েছে এই বছর। রেলওয়ে ব্যবস্থা ২০২৩-২৪ অর্থবছরের ২৯ মে পর্যন্ত মোট সাতটি ট্রেন চালু করেছে। তার মধ্যে এ রাজ্যের মানুষ পেয়েছে মোট দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Semi high speed train)। একটি এনজেপি ও গুয়াহাটির মধ্যে পরিষেবা দেওয়ার কাজ করবে, আরেকটি ট্রেন চলবে হাওড়া এবং পুরীর মধ্যে।

ভারতীয় রেল খুব শীঘ্রই অনেক বেশি রুটে চালু করবে এই আধা উচ্চ গতির আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Semi high speed train)। এই একাধিক রুট হলো রাঁচি-হাওড়া, পটনা-হাওড়া, মুম্বই-মাদগাঁও ইত্যাদি। পশ্চিমবঙ্গের মানুষ পেতে চলেছে আরো সুখবর। কয়েক মাসের মধ্যেই পাবে আরো দুটো নতুন ট্রেন। এই দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দেবে হাওড়া থেকে বিহারের রাজধানী পটনা এবং হাওড়া থেকে ঝড়খন্ডের রাজধানী রাঁচির মধ্যে। যাত্রীদের সুবিধার জন্য এবং নতুন ট্রেনের উৎপাদন কাজ বাড়ানোর জন্য বছরের শুরুর দিকে সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।