জলের দরে ঘুমাতে ঘুমাতে সফর বন্দে ভারতে, নতুন এইসব পরিকল্পনা না জানলেই নয়

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে জল্পনার শেষ নেই। নতুন এই ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে আলাদা কৌতূহল। ইতিমধ্যেই দেশে আটটি বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছে। আগামী স্বাধীনতা দিবসের আগে এইরকম ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে রেলের।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতীয় নাগরিকদের কাছে গর্বের এবং আলাদা উৎসাহের হলেও ট্রেনের ভাড়া নিয়ে নানান অভিযোগ শোনা যায়। অন্যান্য ট্রেনের তুলনায় কয়েক গুণ ভাড়া বৃদ্ধি হওয়ার ফলে সবার পক্ষে এই ট্রেনে চড়া সম্ভবপর হয়েও ওঠে না। তবে এবার ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এখনো পর্যন্ত স্লিপার ক্লাস নেই। তবে এবার এই স্লিপার ক্লাস যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। স্লিপার ক্লাস যুক্ত হলে যাত্রীরা এবার ঘুমাতে ঘুমাতে নিজেদের গন্তব্যে যেতে পারবেন। এছাড়াও ভাড়া নিয়ে যে সমস্ত অভিযোগ রয়েছে তাতেও লাগাম টানার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

স্লিপার যুক্ত করা এবং ভাড়া কমানোর পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আরও বৃদ্ধি করা হবে। বর্তমানে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার, তা বৃদ্ধি করে করা হবে ঘন্টায় ২২০ কিলোমিটার। বর্তমান বন্দে ভারতের তুলনায় নতুন বন্দে ভারত ঘণ্টায় ৪০ কিলোমিটার বেশি গতিবেগে ছুটবে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, নতুন যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করা হবে তা তৈরি হবে অ্যালুমিনিয়াম দিয়ে। যে কারণে তা আরও হালকা হবে এবং আরও বেশি গতি বেগে ছুটতে সক্ষম হবে। নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটার হওয়ার পাশাপাশি এর সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘন্টায় ২০০ কিলোমিটার।