৪৫০ কিমি রাস্তা মাত্র ৬ ঘন্টায়, এই রুটে চালু হচ্ছে নতুন বন্দে ভারত

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন রেল পরিষেবার ওপর নির্ভর করে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও নতুন নতুন পরিষেবা প্রদানের প্রচেষ্টা চালানো হয়।

ভারতীয় রেলের প্রচেষ্টার ফলপ্রসূ ফলাফল হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেনটি এখন বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। ইতিমধ্যেই দেশের ১৩ টি রুটে বন্দে ভারত ছুটছে। আর বুধবার আরও একটি রুটে ছুটতে শুরু করবে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস। নতুন যে রুটে ট্রেনটি চলাচল শুরু করবে, সেই রুটের ৪৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া হবে মাত্র ৬ ঘন্টায়।

বুধবার ১২ এপ্রিল দিল্লি-জয়পুর-আজমের রুটে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। তবে ট্রেনের সূচনার পর আপাতত ট্রেনের গতি স্বাভাবিক ট্রেনের থেকে কিছুটা বেশি থাকবে বলেই জানা যাচ্ছে। পরবর্তীতে ট্রেনের গতি বৃদ্ধি পেলে অর্থাৎ ট্রেনটি যখন ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে ছুটবে সেই সময় দিল্লি থেকে জয়পুর পৌঁছানো যাবে মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিটে।

নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী সম্পর্কে জানা গিয়েছে, ট্রেনটি সপ্তাহে ছয় দিন দিল্লি থেকে আজমের এবং আজমের থেকে দিল্লি যাতায়াত করবে। বুধবার ট্রেনটি চলবে না। ট্রেনটি দিল্লি থেকে ছাড়বে সন্ধে ৬ টা ১০ মিনিটে। গুরগাঁও স্টেশনে পৌঁছবে ৬ টা ৪৫ মিনিটে। রেওয়াড়ি স্টেশনে পৌঁছবে ৭ টা ৩৫ মিনিটে। আলওয়ার পৌঁছাবে ৮ টা ২৫ মিনিটে। রাত ১০ টা ২০ মিনিটে পৌঁছবে জয়পুর এবং আজমের পৌঁছবে রাত ১২ টা ১৫ মিনিটে।

হিসাব অনুযায়ী ট্রেনটির ৪৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ৬ ঘন্টা ৫ মিনিট। যদিও যে সময় ট্রায়াল রান চালানো হয়েছিল সেই সময় মাত্র চার ঘণ্টায় দিল্লি থেকে জয়পুর পৌঁছেছিল ট্রেনটি। তবে মনে করা হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে এখন ট্রেনের গতি কিছুটা হলেও কমিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।