১ বলে ৭ রান, ক্রিকেট দুনিয়ায় অন্যতম নজিরবিহীন ঘটনা

নিজস্ব প্রতিবেদন : যে বলে উইকেট পাওয়ার কথা ছিল সেই বলেই ৭ রান। ক্রিকেট দুনিয়ায় এ এক অন্যতম নজিরবিহীন ঘটনা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটলো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট চলাকালীন।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট হাতে মাঠে নামায়। প্রথম দিনে লাঞ্চের পর প্রথম ওভারেই ঘটে এমন ঘটনা। যে সময় নিউজিল্যান্ডের রান সংখ্যা কোন উইকেট না হারিয়ে ৯২। লাঞ্চের পর প্রথম ওভারের শেষ ডেলিভারিতে ইবাদত হোসেনের নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং অফ স্টাম্পের বাইরের বলটি স্লিপের দিকে ঠেলে দেন।

কিন্তু এই ক্যাচ স্লিপে থাকা লিটন দাস মিস করেন। তারপর সেই বল উইকেটের পিছন দিকে গলিয়ে যেতেই দৌঁড়ে ৩ রান নিয়ে ফেলেন ইয়ং এবং টম লাথাম। এরই মধ্যে আবার ওই বল অফ থ্রো করে ফেলেন বাংলাদেশের ফিল্ডার নুরুল হাসান। ফলে সেই বলটিতে আসে আরও চার রান। ইবাদত ওই বলটি ধরার চেষ্টা করলেও সফল হয়নি।

এই ঘটনায় খুব অল্পের জন্য প্রাণে যেমন বাঁচলেন নিউজিল্যান্ডের ওপেনার ইয়ং, ঠিক তেমনি ১ বলে ৭ রানও এল। এমন ঘটনাই সত্যি করেই বলতে হয় ‘রাখে হরি, মারে কে’। লাঞ্চের পর প্রথম ওভারে ইবাদত শেষ ডেলিভারির আগের পাঁচটি বলে কোনো রান দেয়নি। সেই জায়গায় শেষ বলে এইভাবে ৭ রান হয়ে যাওয়াটা সত্যিই যেন দলের কাছে দুঃখজনক ঘটনা।

অন্যদিকে নিউজিল্যান্ডের ওপেনার ইয়ং যে মুহূর্তে এই ক্যাচ তোলেন সেই সময় তার স্কোর ছিল মাত্র ২৬। যদিও শেষ পর্যন্ত তিনি ৫৪ রানে আউট হন। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রথম উইকেট যেখানে ৯২ রানে পড়ার কথা ছিল সেই জায়গায় তাদের প্রথম উইকেট পড়ে ১৪৮ রানে। দিনের শেষে নিউজিল্যান্ড এক উইকেটের বিনিময়ে ৩৪৯ রান তুলে নিতে সমর্থ হয়েছে। তবে দু’টি টেস্টের এই সিরিজে ইতিমধ্যেই বাংলাদেশ একটি টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে।