সদ্যজাত শিশুকন্যা উদ্ধার বীরভূমে, নাম পেল কন্যাশ্রী

হিমাদ্রি মন্ডল : শুক্রবার সন্ধ্যা নাগাদ বীরভূমের কোমা গ্রামের কিছু যুবক হঠাৎ করে ক্যানেলের পার থেকে ছোট্ট এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কান্না শুনতে পেয়ে তাড়াতাড়ি তারা সেখানে গিয়ে দেখতে পান একটি ঝোঁপের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে সদ্যজাত একটি শিশু। পরে জানা যায় ওই সদ্যজাত ওই শিশুটি কারোর কন্যা সন্তান। এর পরেই তারা তড়িঘড়ি ওই শিশুটিকে উদ্ধার করে নিয়ে আছেন সিউড়ি সদর হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা বলরাম বাগদি জানান, “ক্যানেলের কাছে আমরা হঠাৎ কান্নার আওয়াজ শুনে কাছে গিয়েই দেখতে পাই এমন ঘটনা। এরপর আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো ওই শিশুকন্যাটিকে সুস্থ করে তোলা।” হাসপাতালে নিয়ে আসার পর তৎপরতার সাথে চিকিৎসকরাও ওই শিশুকন্যার চিকিৎসা শুরু করেন। আপাতত সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। সকলেরই লক্ষ্য যেনতেন প্রকারে ওই শিশুকন্যাকে সুস্থ করে তোলা।

তবে কেন বা কি কারনে ওই শিশুকন্যাকে এইভাবে ঝোঁপের মধ্যে রেখে দিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কোমা গ্রামের বাসিন্দারা জানান, “দেখে যেটুকু বুঝতে পারছি তাতে আজই ওই শিশুকন্যার জন্ম হয়েছে। আর কন্যা শিশু বলে যদি কেউ ফেলে দিয়ে গেছেন তাহলে তাদের জেনে রাখা উচিত কন্যা সন্তান এখন কারোর বোঝা নয়। আর তা সকলে বোঝাতেই আমরা এই কন্যা সন্তানের নাম রাখতে চাই কন্যাশ্রী”।