Newly Married Couple: খেতে চাইছেন না বর! ‘আসো গো, চলো গো’ করে আদরমাখা ডাক সদ্য বিবাহিত কনের

The newly married couple’s photo shoot is now viral in the net world: বাঙালিদের কাছে বিয়ে হলো আলাদা একটা উন্মাদনা ও আনন্দ। বিয়ের জন্য আত্মীয়স্বজনরা দীর্ঘ অপেক্ষা করে বসে থাকেন, তারা কেমন করে সাজবেন, কী-কী খাওয়াদাওয়া করবেন, অনেকদিন পরে বহু পরিচিতদের সঙ্গে দেখা হবে- ঠিক এইসব চিন্তাভাবনা করেন তারা। সত্যি বলতে কি বাঙালির বিয়ে কিন্তু খুবই মজাদার। এমনটাই প্রমাণ হলো সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। যাতে নবদম্পতির ভালোবাসা ফুটে উঠছে (Newly Married Couple)।

ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক রাত করে বিয়ে শেষ হয়েছে। বরের খাওয়ার ইচ্ছা আর নেই। কিন্তু তার সদ্য বিবাহিতা স্ত্রী এতটাই ভালোবাসা ও আদর মেশানো স্বরে ডাকছেন যে, শুনলেই আপনার মনটা আনন্দে ভরে যাবে। সেই ভালোবাসার সর এতটাই মজাদার একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করবে। বিবাহবাসরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাও সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর (Newly Married Couple) এই কাণ্ড-কারখানায় হেসেই লুটোপুটি। এই ভালোবাসা ও আদরের ডাকের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।

ভিডিয়োটির শুরুতে কনেকে দেখা যাচ্ছে বরের হাত ধরে টানতে। তিনি বলছেন, খুব জোরে খিদে পেয়েছে। বউয়ের কথার উত্তরে বর বলছেন অনেক রাত হয়ে গেছে ৭:০০ টা পর্যন্ত থাকলে এমনি আর খিদে পাবে না। তারপর আর কেউ খেতে দিলেও খাওয়া যাবেনা। তখন তাঁর স্ত্রী (Newly Married Couple) বলেন, অন্তত একটু হরলিক্স তো খাই। সেই উত্তরে বর বলে ওঠেন, তাহলে তাকে ভালো করে যেতে বলতে হবে। এরপরেই কনে তার মজাদার স্বরে বরকে খাবার জন্য ডাকতে থাকেন। যা শুনে সেখানে উপস্থিত লোকজনকে হাসিতে ফেটে পড়তে দেখা যায়।

নতুন বউ তার বরের হাত ধরে টানতে থাকে আর বলে, “আসো গো, চলো গো, খাওয়াদাওয়া করব গো!” সেই সময় দেখা যায় বরের মুখে একগাল হাসি। ইনস্টাগ্রামে এই মজাদার ভিডিয়োটি শেয়ার করেছেন Avra Sengupta নামের এক ইউজার। এমনকি ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “খিদে পেয়ে গিয়েছে। রাত তখন সাড়ে তিনটে।” মাত্র এক সপ্তাহ আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অনেক মানুষ এর মধ্যেই ভিডিওটি দেখেছেন। ১০৪০০৩ লাইক পড়েছে এই ভিডিয়োতে। এমনকি কমেন্টর ঝড় বয়ে গেছে।

ভিডিয়োর মাধ্যমে বোঝা যাচ্ছে, বর ও কনে হলো একে অপরের পরম বন্ধু। কমেন্ট সেকশনে একজন আবার লিখছেন, ভাগ্যবান বলেই তারা একে অপরকে বিয়ে করতে পেরেছে। অন্য একজন যোগ করেছেন, এরা খুব কিউট কাপল। তৃতীয়জন লিখছেন, আপনি যখন আপনার প্রিয় বন্ধুকে বিয়ে করবেন তখন এরকমই হবে।